রাতের রজনীগন্ধা হল একটি জনপ্রিয় বাংলা চলচ্চিত্র যা পরিচালনা করেন অজিত গাঙ্গুলী।[১] এই চলচ্চিত্রটি বিখ্যাত লেখক নীহার রঞ্জন গুপ্ত এর উপন্যাস থেকে নির্মিত।[২] এই চলচ্চিত্রটি ১৯৭৩ সালে এ. আর. সি প্রোডাকশান্স ব্যানারে মুক্তি পেয়েছিল এবং এই চলচ্চিত্রটি সংগীত পরিচালনা করেছিলেন সুধীন দাশগুপ্ত।[৩] এই চলচ্চিত্রটির মুখ্য চরিত্রে অভিনয় করেন উত্তম কুমার, অপর্ণা সেন, নিভাননী দেবী, তরুণ কুমার।[৪]
কাহিনী
সারসংক্ষেপঃ-
উত্তম কুমার একজন চৌকস সাংবাদিক এবং অপর্ণা সেন একজন ভালো এবং সচ্ছল পরিবারের মেয়ে, যিনি পৈত্রিক আধিপত্য থেকে পালিয়ে বেড়াচ্ছেন। সত্তর দশকের জাগরণ ও স্বাধীনতা এই সিনেমায় দৃশ্যমান। পরিবার এবং এক বন্ধু নীলেশ উত্তম কুমারের সাহায্যে অপর্ণাকে খুঁজে বের করতে সক্ষম হন কিন্তু ততক্ষণে তাদের দুজনের রসায়ন অনেক দূর চলে গিয়েছিল এবং উত্তম কুমার এবং অপর্ণা সেনের বিয়েটি খুব মিষ্টি ভাবে সিনেমাটি শেষ হয়েছিল।
শ্রেষ্ঠাংশে
- উত্তম কুমার
- অপর্ণা সেন
- আদিনাথ ব্যানার্জি
- অজয় ব্যানার্জি
- শঙ্কর ব্যানার্জি
- দুর্গাদাস ব্যানার্জী
- জয়গোবিন্দ চক্রবর্তী
- ফিরোজ চৌধুরী
- সাগরপাল চৌধুরী
- সুশীল দাস
- নিভাননী দেবী
- কালিদাস গাঙ্গুলী
- বঙ্কিম ঘোষ
- শ্যামল ঘোষাল
- অনিতা গুপ্তা
- ফকির কুমার
- তরুণ কুমার
- ব্রজবিহারী মিত্র
সাউন্ডট্রাক
সকল গানের সুরকার সুধীন দাশগুপ্ত।
[৫]
তথ্যসূত্র
বহিঃসংযোগ