রাউজান দারুল ইসলাম কামিল মাদ্রাসা

রাউজান দারুল ইসলাম কামিল মাদ্রাসা
প্রাক্তন নাম
রাউজান দারুল ইসলাম ফাযিল মাদ্রাসা
ধরনকামিল মাদ্রাসা
স্থাপিত২ এপ্রিল ১৯৪২; ৮২ বছর আগে (1942-04-02)
প্রতিষ্ঠাতামোয়াজ্জেম হোসেন খান চৌধুরী
মূল প্রতিষ্ঠান
আনজুমান ট্রাস্ট
ধর্মীয় অধিভুক্তি
ইসলাম
প্রাতিষ্ঠানিক অধিভুক্তি
ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়
সভাপতিজমির উদ্দিন পারভেজ
অধ্যক্ষমাওলানা রফিক আহমদ উসমানী
মাধ্যমিক অন্তর্ভুক্তিবাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড
ঠিকানা
রাউজান পৌরসভা, রাউজান
, ,
বাংলাদেশ
ওয়েবসাইটপ্রাতিষ্ঠানিক ওয়েবসাইট

রাউজান দারুল ইসলাম কামিল মাদ্রাসা চট্টগ্রামের একটি আলিয়া মাদ্রাসা। মাদ্রাসাটি আনজুমান-এ রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের আওতাধীন ও এর ব্যবস্থাপনায় পরিচালিত।[] মাদ্রাসাটি ফাজিল ও কামিল ডিগ্রির জন্য ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় অধিভুক্ত। বর্তমানে মাদ্রাসার অধ্যক্ষ হিসাবে দায়িত্বরত আছেন মাওলানা রফিক আহমদ ওসমানী।

অবস্থান

রাউজান দারুল ইসলাম কামিল মাদ্রাসা চট্টগ্রামের রাউজানের রাউজান পৌরসভায় অবস্থিত।[]

ইতিহাস

রাউজান দারুল ইসলাম কামিল মাদ্রাসা পোস্ট মাস্টার জেনারেল মরহুম মোয়াজ্জেম হোসেন খান চৌধুরী ১৯৪২ সালে প্রতিষ্ঠা করেন। যা রাউজানের অন্যতম প্রাচীন মাদ্রাসা। যার ভিত্তি স্থাপন করেন মাওলানা সৈয়দ আহমদ শাহ সিরিকোটি। বর্তমানে এর পৃষ্ঠপোষকতায় রয়েছেন সৈয়দ মুহাম্মদ তাহের শাহ। এই মাদ্রাসা ফাজিল (অনার্স) ও কামিল (মাস্টার্স) ডিগ্রির জন্য ২০০৬ সাল থেকে ২০১৬ সাল পর্যন্ত ইসলামী বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ অধিভুক্ত ছিলো এবং এরপর থেকে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় অধিভুক্ত।

শিক্ষা কার্যক্রম

এই মাদ্রাসাটি কামিল স্তর পর্যন্ত। এখানে ইবতেদায়ী, দাখিল, আলিম ও কামিল বিভাগ রয়েছে। এটি মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধিভুক্ত। এখানে দিবা শিফটে পাঠদান সম্পন্ন করা হয়।

অবকাঠামো

এই মাদ্রাসায় ৩টি সুবিশাল ভবন রয়েছে। ভবনগুলোর সামনে প্রশস্ত মাঠ রয়েছে।

তথ্যসূত্র

  1. সংবাদদাতা, রাউজান (চট্টগ্রাম) উপজেলা। "রাউজান দারুল ইসলাম কামিল মাদ্রাসায় শতভাগ সাফল্য"DailyInqilabOnline। সংগ্রহের তারিখ ২০২১-০৮-০৩ 
  2. "Raozan Darul Islam Fazil Madrasah"www.sohopathi.com। সংগ্রহের তারিখ ৩ আগস্ট ২০২১ 

Strategi Solo vs Squad di Free Fire: Cara Menang Mudah!