রবোটিক্সের তিনটি সূত্র

আইজাক আসিমভ ১৯৪২ সালে প্রকাশিত তার রানএরাউন্ড (Runaround) গল্পে রবোটিক্সের তিনটি সূত্র এর অবতারণা করেন।[]

সূত্রত্রয়

সূত্র তিনটি নিম্নরূপ-
প্রথম সূত্র

রোবট কখনো মানুষের ক্ষতি করবে না বা কোনো মানুষের কোনো ক্ষতি হতে দেবে না।

২য় সূত্র

রোবট অবশ্যই মানুষের নির্দেশ মেনে চলবে যদি না সেই নির্দেশ তার প্রথম সূত্রকে লঙ্ঘন করে।

৩য় সূত্র

রোবট সর্বদাই নিজেকে রক্ষা করবে যদি না তা প্রথম ও দ্বিতীয় সূত্রকে লঙ্ঘন করে।

আসিমভের এই তিনটি সূত্র পরবর্তীকালে বিভিন্ন কল্পকাহিনী এবং চলচ্চিত্রে ব্যবহৃত হয়। পরবর্তীতে তিনি এর প্রথম সূত্রের পরিবর্তন করেন।

ইতিহাস

তথ্যসূত্র

  1. Asimov, Isaac (১৯৫০)। "Runaround"। I, Robot (ইংরেজি ভাষায়) (The Isaac Asimov Collection সংস্করণ)। New York City: Doubleday। পৃষ্ঠা 40। আইএসবিএন 978-0-385-42304-5This is an exact transcription of the laws. They also appear in the front of the book, and in both places there is no "to" in the 2nd law. 

Strategi Solo vs Squad di Free Fire: Cara Menang Mudah!