রণবীর সিংহ গাঙ্গওয়া প্রজাপতি (জন্ম: ৪ মার্চ ১৯৬৪) একজন ভারতীয় রাজনীতিবিদ। তিনি ২০১০ থেকে ২০১৪ সাল পর্যন্ত ভারতীয় জাতীয় লোকদল পার্টি থেকে রাজ্যসভার সদস্য। তিনি ২০১৪ সালে বর্তমান বিধায়ক এবং তৎকালীন মন্ত্রী সম্পত সিংহ এবং প্রাক্তন মুখ্যমন্ত্রী ভজন লালের স্ত্রী জসমা দেবীকে পরাজিত করে হরিয়ানা বিধানসভার সদস্য হিসাবে নির্বাচিত হন এবং হিসারের নলওয়া (বিধানসভা কেন্দ্র) থেকে ২০১৯ সালেও জয়ী হন। [১][২] ২০১৯ সালের ভারতীয় সাধারণ নির্বাচনের ঠিক আগে তিনি ভারতীয় জনতা পার্টিতে যোগ দিয়েছিলেন। [৩][৪]
জীবনী
রণবীর সিং গাংওয়া হিসার জেলার গাংওয়া গ্রামে 4 মার্চ 1964 সালে জন্মগ্রহণ করেন। তাঁর পিতার নাম শ্রী রাজারাম এবং মাতার নাম শ্রীমতি। কেশর দেবী।
তথ্যসূত্র