রঞ্জিত সিংহ চৌতলা বর্তমানে হরিয়ানা সরকারের বিদ্যুৎ, জেল ও গৃহায়ণ মন্ত্রনালয়ের মন্ত্রিপরিষদ মন্ত্রী। তিনি বর্তমানে ২০১৯ সালের নির্বাচনে রানিয়া বিধানসভা কেন্দ্র থেকে হরিয়ানা বিধানসভার সদস্য নির্বাচিত হন।
তিনি স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচনে জয়ী হয়েছেন। তিনি দেবী লালের পুত্র এবং এর আগে তিনি ররি থেকে ৭ম বিধানসভায় নির্বাচিত হয়েছিলেন। তিনি দেবী লালের দ্বিতীয় মন্ত্রীসভায় কৃষিমন্ত্রী ছিলেন। বর্তমানে তিনি হরিয়ানার বিদ্যুৎ মন্ত্রীর দায়িত্ব পালন করছেন [১][২]
মিঃ রণজিৎ সিংহ ১৯৯০-১৯৯২ মেয়াদে হরিয়ানার এমপি (রাজ্য সাবাহ) ছিলেন। ২০০৫ - ২০০৯ সালে তিনি হরিয়ানার রাজ্য পরিকল্পনা বোর্ডের উপ-চেয়ারম্যান ছিলেন।
তথ্যসূত্র