রচিন রবীন্দ্র (কন্নড়: ರಚಿನ್ ರವೀಂದ್ರ; জন্ম ১৮ নভেম্বর ১৯৯৯) একটি নিউজিল্যান্ডের একজন ক্রিকেটার।[১] রবীন্দ্রের জন্ম ভারতীয় পিতামাতার পরিবারে; পিতা রবি কৃষ্ণমূর্তি সফটওয়্যার সিস্টেমের একজন স্থপতি যিনি থাকেন বেঙ্গালুরুতে এবং মা দীপা কৃষ্ণমূর্তি থাকেন নিউজিল্যান্ডের ওয়েলিংটন।[২] ২০২১ সালের সেপ্টেম্বরে নিউজিল্যান্ড ক্রিকেট দলের হয়ে তার আন্তর্জাতিক অভিষেক হয়।[৩]