এম এম কামরুল হাসান রওনক একজন বাংলাদেশী অভিনেতা, পরিচালক এবং নাট্যকার।[১] রাতারগুল টেলিফিল্মে অভিনয়ের জন্য তিনি শ্রেষ্ঠ টিভি অভিনেতা (সমালোচক) পুরস্কার পান।[২]
নাটক
মামলা মতিন [১]
কর্মজীবন
আঠারো বছর বয়সে ১৯৯৫ সালে রওনক থিয়েটার আর্ট নাট্যদল নামে একটি নাট্যদলে দলে যোগ দেন।[৩] এটি তার অভিনয় জীবনের শুরু ছিল। তিনি প্রহেলিকা নামে একটি নাটকে আত্মপ্রকাশ করলেও তার চরিত্রটির কোনও সংলাপ ছিল না। তিনি ১৯৯৯ অবধি থিয়েটার আর্ট নাট্যদলের সদস্য হিসাবে ‘কোর্ট মার্শাল’, কল্লাটার, হিংটিংছট, এবং কাটা’র মতো বেশ কয়েকটি নাটকে অভিনয় করেছিলেন। এরপর তিনি নাট্যজন নামে আরও একটি নাট্যদল দলে যোগ দেন যেখানে কয়েক মাস তিনি কাজ করেছিলেন। একই বছর, তিনি নাট্যদল নাগরিক নাট্য সম্প্রদায়ে যোগ দেন।[১]
কাগজের ফুল নামে একটি ধারাবাহিক নাটকে হাসান প্রথমবারের মতো টেলিভিশনে উপস্থিত হয়েছিলেন। ২০০৪ সালে, ধারাবাহিক নাটক বয়স যখন একুশে তার প্রথম লিখিত চিত্রনাট্য প্রকাশিত হয়েছিল। তিনি ২০০৩ সালে তোমাতেই নামে একটি টেলিভিশন নাটক পরিচালনা করে পরিচালক হিসাবে আত্মপ্রকাশ করেছিলেন।
ধারাবাহিক নাটক
চলচ্চিত্র তালিকা
রওনক হাসান মঞ্চ নাটক দিয়ে অভিনয় জীবন শুরু করলেও টিভি নাটকের পাশাপাশি সিনেমাতেও চলচ্চিত্র অভিনেতা হিসেবে অভিষেক ঘটে।[৫]
ওয়েব ধারাবাহিক
বছর
|
শিরোনাম
|
ওটিটি
|
চরিত্র
|
সহ-শিল্পী
|
পরিচালক
|
টীকা
|
২০২১ |
কন্ট্রাক্ট |
জি৫ |
|
চঞ্চল চৌধুরী, জাকিয়া বারী মম, আরিফিন শুভ, রাফিয়াথ রশিদ মিথিলা, আয়েশা খান তাহিয়া, শ্যামল মাওলা, ইরেশ যাকের, তারিক আনাম খান, মাজনুন মিজান, জয়ন্ত চট্টোপাধ্যায় |
তানিম নূর এবং কৃষ্ণেন্দু চট্টোপাধ্যায় |
|
২০২২ |
মাকাল |
বায়োস্কোপ |
|
ইন্তেখাব দিনার, জিতু আহসান, হাসান মাসুদ, জয়রাজ, অর্চিতা স্পর্শিয়া, |
অনিমেষ আইচ |
|
পুরস্কার
পুরস্কার
|
বছর
|
বিভাগ
|
চলচ্চিত্র
|
ফলাফল
|
সূত্র
|
চ্যানেল আই ডিজিটাল মিডিয়া পুরস্কার
|
২৭ ফেব্রুয়ারি ২০২১
|
টিভি নাটকে শ্রেষ্ঠ অভিনেতা
|
হ্যামলেটের ফিরে আসা
|
বিজয়ী
|
[৬]
|
তথ্যসূত্র