যজ্ঞ দত্ত শর্মা (হিন্দি: यज्ञ दत्त शर्मा, ১৯৩৬ - ২০ মে ২০১৬) ছিলেন ভারতের মধ্য প্রদেশ রাজ্যের একজন ভারতীয় রাজনীতিবিদ। তিনি ১৯৬৭ সালে স্বতন্ত্র প্রার্থী হিসাবে প্রথমবার মধ্যপ্রদেশ বিধানসভায় ইন্দোর-৪ আসনের প্রতিনিধিত্ব করেন, [১] ১৯৭৭ সালে ইন্দোর-২ [২] ভারতীয় জাতীয় কংগ্রেস থেকে। তিনি আবার ১৯৮০ সালে ইন্দোর-৪ এর প্রতিনিধিত্ব করেন। [৩]
১৯৮০-এর দশকের গোড়ার দিকে তিনি রাজ্যের নিম্নকক্ষের স্পিকার হন, কিন্তু তাঁর নির্বাচনী এলাকায় অবৈধ জমি অধিগ্রহণের প্রমাণিত অভিযোগে তাঁকে তাঁর স্পিকার-শিপ থেকে পদত্যাগ করতে হয়েছিল। তিনি ১৯ জুলাই ১৯৮৩ তারিখে পদত্যাগ করেন; তখন মুখ্যমন্ত্রী ছিলেন অর্জুন সিং। [৪] [৫] [৬]
তথ্যসূত্র
বহিঃসংযোগ
টেমপ্লেট:Speakers of Madhya Pradesh