ম্যায় হুঁ না

ম্যাঁয় হুঁ না
ম্যায় হুঁ না চলচ্চিত্রের পোস্টার
পরিচালকফারাহ খান
প্রযোজকশাহরুখ খান
গৌরী খান
কাহিনিকারফারাহ খান
শ্রেষ্ঠাংশেশাহরুখ খান
সুস্মিতা সেন
সুনীল শেট্টি
জায়েদ খান
অমৃতা রাও
সুরকারঅনু মালিক
চিত্রগ্রাহকভি. মানিকান্দন
সম্পাদকশিরিষ কুন্ডের
প্রযোজনা
কোম্পানি
পরিবেশকরেড চিলিজ এন্টারটেইনমেন্ট
মুক্তি৩০ এপ্রিল, ২০০৪
স্থিতিকাল১৭৫ মিনিট
দেশভারত
ভাষাহিন্দি
নির্মাণব্যয়২৫ কোটি টাকা[]
আয়৬৭.৮২ কোটি টাকা[]

ম্যাঁয় হুঁ না (হিন্দি: मैं हूँ ना, অনুবাদ'আমি আছি না') এটি ২০০৪ সালের একটি বলিউড চলচ্চিত্র। চলচ্চিত্রটির কাহিনীকার ও পরিচালক ফারাহ খান এবং এটি শাহরুখ খানের নিজ চলচ্চিত্র নির্মাণকারী প্রতিষ্ঠান রেড চিলিজ এন্টারটেইনমেন্ট-এর ব্যানারে নির্মিত প্রথম চলচ্চিত্র। চলচ্চিত্রটি মুক্তি পায় ৩০ এপ্রিল, ২০০৪-এ এবং বাণিজ্যিক ভাবে সাফল্য লাভ করে। এতে অভিনয় করেছেন শাহরুখ খান, জায়েদ খান, সুনীল শেট্টি, অমৃতা রাওসুস্মিতা সেন

কাহিনী

একজন আর্মি মেজর কলেজ ছাত্র হিসাবে গোপন মিশনে যায়। তার মিশনটি পেশাদার এবং ব্যক্তিগত।সেটি হল তার জেনারেলের কন্যাকে এক উগ্র জঙ্গির থেকে রক্ষা করা এবং তার হারিয়ে যাওয়া সৎভাইকে খুঁজে বের করা।

শ্রেষ্ঠাংশে

  • শাহরুখ খান - মেজর রাম প্রসাদ শর্মা
  • সুনীল শেট্টি - রাঘবন / মেজর রাঘব দত্ত
  • সুস্মিতা সেন - মিস চাঁদনী (রসায়নবিদ্যা শিক্ষক)
  • জায়েদ খান - লক্ষ্মণ প্রসাদ শর্মা ওরফে লাকি
  • অমৃতা রাও - সানজানা বকশী এ.কে.এ সাঞ্জু
  • কবির বেদী - জেনারেল বকশী
  • নাসিরুদ্দিন শাহ্ - ব্রিগেডিয়ার শেখর শর্মা
  • কিরণ খের - মধু শর্মা
  • বিন্দু - কক্কড়
  • বোমান ইরানি - অধ্যক্ষ
  • সতীশ শাহ - অধ্যাপক রসি
  • রাখি সাবন্ত - মিনি
  • প্রভীন সিরোহী - বিবেক
  • মুরলী শর্মা - খান

সংগীত

সাউন্ড ট্র্যাক

নং.শিরোনামগায়কদৈর্ঘ্য
১."ম্যায় হুঁ না"শ্রেয়া ঘোষাল, সোনু নিগম০৬:০২
২."তুমসে মিলকে দিলকা হে জো হাল"সোনু নিগম, আফতাব সাবরি ও হাশিম সাবরি০৬:০০
৩."তুমে হে জো মেনে দেখা"অভিজিৎ ভট্টাচার্য,শ্রেয়া ঘোষাল০৫:৪২
৪."গোরি গোরি"সুনিধি চৌহান, শ্রেয়া ঘোষাল, কৃষ্ণকুমার কুনাথ, আনু মালিক০৪:৩০
৫."চল জিসে হাওয়ানে"বসুন্ধরা দাস, কে.কে.০৫:২৫
৬."ম্যায় হুঁ না (স্যাড)"অভিজিৎ ভট্টাচার্য০৪:১৮
৭."ইয়ে ফিজায়নে"কে. কে, আলকা ইয়্যাগনিক০৫:১৯
৮."ম্যায় হুঁ না (রিমিক্স)"রঞ্জিত বারোট০২:৩১
৯."চল জিসে হাওয়ানে (রিমিক্স)"বসুন্ধরা দাস, কে.কে.০৪:০৮
মোট দৈর্ঘ্য:৪৩:৫৫

তথ্যসূত্র

  1. "Main Hoon Na"। IBOS Network। ১৯ জুন ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৫ ডিসেম্বর ২০১০ 
  2. "Top Lifetime Grossers Worldwide"। Boxofficeindia.com। ২১ অক্টোবর ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৫ ডিসেম্বর ২০১০ 

বহিঃসংযোগ

Strategi Solo vs Squad di Free Fire: Cara Menang Mudah!