ম্যানিটোবা ফুটবল অ্যাসোসিয়েশন

ম্যানিটোবা ফুটবল অ্যাসোসিয়েশন
সিএফএ
প্রতিষ্ঠিত১৯ মার্চ ১৮৯৬; ১২৮ বছর আগে (1896-03-19)
সদর দপ্তরম্যানিটোবা, কানাডা
ফিফা অধিভুক্তিনেই
সিএফএ অধিভুক্তি১৯১২
সভাপতিকানাডা জন বেকার[]
সহ-সভাপতিকানাডা অ্যাঞ্জেলা ওর্থম্যান
ওয়েবসাইটwww.manitobasoccer.ca

ম্যানিটোবা ফুটবল অ্যাসোসিয়েশন (ইংরেজি: Manitoba Soccer Association; এছাড়াও সংক্ষেপে এমএসএ নামে পরিচিত) হচ্ছে কানাডার প্রদেশ ম্যানিটোবার ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা।[] এই সংস্থাটি ১৮৯৬ সালে প্রতিষ্ঠিত হয়েছে। এটি এখন পর্যন্ত ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফার সদস্যপদ লাভ করেনি, এর পাশাপাশি প্রতিষ্ঠার ১৬ বছর পর ১৯১২ সালে সংস্থাটি সিএফএর সদস্যপদ লাভ করে। এই সংস্থার সদর দপ্তর কানাডার ম্যানিটোবায় অবস্থিত।

এই সংস্থাটি কানাডার ম্যানিটোবা প্রদেশের অধিকাংশ প্রতিযোগিতার সকল কার্যক্রম পরিচালনা করে। বর্তমানে ম্যানিটোবা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতির দায়িত্ব পালন করছেন জন বেকার এবং সহ-সভাপতির দায়িত্ব পালন করছেন অ্যাঞ্জেলা ওর্থম্যান

তথ্যসূত্র

  1. "সংরক্ষণাগারভুক্ত অনুলিপি"। ২৫ ফেব্রুয়ারি ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩১ ডিসেম্বর ২০২০ 
  2. "সংরক্ষণাগারভুক্ত অনুলিপি"। ১৩ আগস্ট ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩১ ডিসেম্বর ২০২০ 

বহিঃসংযোগ

Strategi Solo vs Squad di Free Fire: Cara Menang Mudah!