মেহুলি ঘোষ

মেহুলি ঘোষ
মেহুলি ঘোষ
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নামমেহুলি ঘোষ
জাতীয় দলজুনিয়র শ্যুটিং দল
নাগরিকত্বভারতীয়
জন্ম২০০০[]
শিক্ষাটেকনো ইন্ডিয়া গ্রুপ পাবলিক স্কুল, চুঁচুড়া, হুগলী
পেশাশ্যুটার
কার্যকাল২০১৪-বর্তমান
ক্রীড়া
দেশভারত
ক্রীড়াশ্যুটিং
প্রশিক্ষকজয়দীপ কর্মকার
সাফল্য ও খেতাব
বিশ্ব ফাইনাল২০১৭ সালে মে মাসে চেক প্রজাতন্ত্রে জুনিয়র শুটিং প্রতিযোগিতায় ৭ম অবস্থানে শেষ করেছেন। ২০১৮ সালে আইএসএসএফ বিশ্বকাপে ২টি কংস পদক জেতেন।
জাতীয় ফাইনাল২০১৬-২ সোনা; ৭ রূপা। ২০১৭- ৮ সোনা; ৩ কংস পদক।
পদকের তথ্য
মহিলাদের শ্যুটিং
 ভারত-এর প্রতিনিধিত্বকারী
কমনওয়েলথ গেমস
রৌপ্য পদক - দ্বিতীয় স্থান ২০১৮ গোল্ড কোস্ট ১০মিটার এয়ার রাইফেল
যুব অলিম্পিক গেমস
রৌপ্য পদক - দ্বিতীয় স্থান ২০১৮ আর্জেন্টিনা ১০মিটার এয়ার রাইফেল

মেহুলী ঘোষ ১৭ বছর বয়সী, ভারতীয় জুনিয়র শ্যুটিং ক্রীড়াবিদ, তিনি বিশ্ব জুড়ে বিভিন্ন আন্তর্জাতিক জুনিয়র শ্যুটিং চ্যাম্পিয়নশিপে ভারতের প্রতিনিধিত্ব করেন।[] ১২৩ প্রতিযোগীদের মধ্যে, তিনি চেক প্রজাতন্ত্রে অনুষ্ঠিত জুনিয়র শুটিং প্রতিযোগিতার চূড়ান্ত পর্যায়ে পৌঁছানো একমাত্র ভারতীয় ক্রীড়াবিদ ছিলেন এবং সপ্তম স্থানে খেলা শেষ করেন। ২০১৮ সালে, অস্ট্রেলিয়ার গোল্ড কোস্টে অনুষ্ঠিত ২১ তম কমনওয়েলথ গেমসে মহিলাদের ১০ মিটার এয়ার রাইফেল প্রতিযোগিতার ফাইনাল শটে পারফেক্ট ১০.৯ স্কোর করেও মার্টিনা ভেলোসোর সাথে একটি শুটিং-অফের পর রৌপ্য পদক জিতেছিলেন। বর্তমানে মহিলাদের ১০ মিটার এয়ার রাইফেলে তিনি বিশ্বের ৬নম্বর[][] এবং এশিয়ার তিন নম্বর স্থানে আছেন।

প্রাথমিক জীবন

সাধারণ মধ্যবিত্ত ঘরে জন্ম মেহুলীর। বাবার নাম নিমাই ঘোষ ও মা মিতালী ঘোষ। মেহুলীর বাবা-মা তাকে এই খরচসাপেক্ষ খেলার বিষয়ে সব রকম সাহায্য করেন। সাধারন মধ্যবিত্ত পরিবার হলেও মেয়ের চাহিদা মেটানোর চেষ্টা করেন সাধ্যমতো। তার বর্তমানে ব্যবহৃত এ্যানাটমিক ওয়ালথার এক্সপার্ট LG ৪০০ ও . ২২ এ্যানসুস রাইফেল দুটির দাম যথাক্রমে দুই ও পাঁচ লক্ষ টাকা।[]

প্রাথমিক কর্মজীবন

মেহুলী প্রথমে শ্রীরামপুর রাইফেল ক্লাবে যোগদান করেন কিন্তু ঘটনাক্রমে ২০১৪ সালে সেখানে তিনি অনুশীলনকালে একজনকে আঘাত করেন এবং ক্লাব কর্তৃক বহিষ্কৃত হন। পরবর্তী কালে মেহুলিকে প্রাক্তন ভারতীয় অলিম্পিক ফাইনালিস্ট এবং অর্জুন পুরস্কারপ্রাপ্ত, জয়দীপ কর্মকার দ্বারা প্রশিক্ষিত করা হয়। জয়দীপ কর্মকার শুটিং একাডেমিতে তিনি তার প্রশিক্ষণ গ্রহণ করেন।[] ২০১৬ সালের ডিসেম্বরে পুনাতে জাতীয় শ্যুটিং চ্যাম্পিয়নশিপে তিনি নির্বাচিত হন। তিনি জাতীয় চ্যাম্পিয়নশিপে দুটি স্বর্ণ ও সাতটি রৌপ্য পদক পেয়েছেন। মেহুলি ২০১৭ সালের জাতীয় চ্যাম্পিয়নশিপের ৮ টি স্বর্ণ ও ৩টি ব্রোঞ্জ মেডেলসহ ১১টি পদক জিতেছেন এবং সেরা শ্যুটার হিসেবে নির্বাচিত হয়েছেন।[]

আন্তর্জাতিক কর্মজীবন

মেহুলি ২০১৭ সালে চেক প্রজাতন্ত্রের অনুষ্ঠিত প্রস্তুতিমূলক জুনিয়র শ্যুটিং চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণ করে সপ্তম স্থানে পৌঁছান। জার্মানিতে অনুষ্ঠিত জুনিয়র ওয়ার্ল্ড শ্যুটিং চ্যাম্পিয়নশিপে তিনি ১৭ তম অবস্থানে শেষ করেন।[] মেহুলি ২০১৭ সালের ডিসেম্বরে ওয়াকো সিটি, জাপান এ ৪২১.১ স্কোরে এশিয়ান চ্যাম্পিয়ন হয়েছিলেন এবং ইউথ অলিম্পিকস ২০১৮ কোটা স্থানও জিতে নেন। ২০১৮ সালের মার্চ মাসে মেক্সিকোতে আইএসএসএফ বিশ্বকাপে শ্যুটিং এ তিনি সর্বকনিষ্ঠতম ভারতীয় খেলোয়াড় ছিলেন যিনি ২ টি মেডেল জয় করেন। এর মাঝে তিনি একটি জুনিয়র বিশ্ব রেকর্ড করেন। মেহুলি ২০১৮ কমনওয়েলথ গেমসের জন্য যোগ্যতা অর্জন করেছেন।[] ২০১৮ সালে, অস্ট্রেলিয়ার গোল্ড কোস্টে অনুষ্ঠিত XXI কমনওয়েলথ গেমসে তিনি মার্টিনো ভ্যালোসো এর সাথে শ্যুটিং বন্ধ করার পর মহিলা ১০ মিটার এয়ার রাইফলে রৌপ্য পদক জিতেছিলেন।

তথ্যসূত্র

  1. "Portrait of the athlete"। সংগ্রহের তারিখ ১৩ এপ্রিল ২০১৮ 
  2. "2018 Commonwealth Games: Know your CWG athlete: Mehuli Ghosh"The Times of India। ২৯ মার্চ ২০১৮। সংগ্রহের তারিখ ৫ এপ্রিল ২০১৮ 
  3. "World Ranking" 
  4. "TOP TEN - WOMEN"। সংগ্রহের তারিখ ১৩ এপ্রিল ২০১৮ 
  5. "কমনওয়েলথ গেমসে সুযোগ পেয়ে আপ্লুত বৈদ্যবাটির মেহুলী ঘোষ"। সংগ্রহের তারিখ ২০১৮-০৪-১৯ 
  6. "JOYDEEP KARMAKAR SHOOTING ACADEMY"JOYDEEP KARMAKAR SHOOTING ACADEMY। সংগ্রহের তারিখ ২০১৮-০৪-১১ 
  7. "Mehuli Shines in national shooting Trails"। Times of India। TNN। ৯ জুলাই ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৯ জুলাই ২০১৭ 
  8. "Shooter Mehuli Finishes at 7th Position in Czech Meet"। Times of India। Times News Network (TNN)। ৯ জুলাই ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৯ জুলাই ২০১৭ 
  9. "Anish Bhanwala Inspired Me During World Championship"। সংগ্রহের তারিখ ৯ জুলাই ২০১৭ 

Strategi Solo vs Squad di Free Fire: Cara Menang Mudah!