মেসিডোনিয়া ফুটবল ক্লাব অ্যাসোসিয়েশন

মেসিডোনিয়া ফুটবল ক্লাব অ্যাসোসিয়েশন
এইচএফএফ
প্রতিষ্ঠিত১৯২৪; ১০০ বছর আগে (1924)
সদর দপ্তরথেসালোনিকি, গ্রিস
ফিফা অধিভুক্তিনেই
এইচএফএফ অধিভুক্তি১৯২৬
সভাপতিগ্রিস সাভাস দিমিত্রিয়াদিস
ওয়েবসাইটwww.epsm.gr

মেসিডোনিয়া ফুটবল ক্লাব অ্যাসোসিয়েশন (ইংরেজি: Macedonia Football Clubs Association; এছাড়াও সংক্ষেপে এমএফসিএ নামে পরিচিত) হচ্ছে গ্রিসের মেসিডোনিয়ার ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। এই সংস্থাটি ১৯২৪ সালে মেসিডোনিয়া ও থ্রেস ফুটবল ইউনিয়ন হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। এটি পশ্চিম মেসিডোনিয়া, মধ্য মেসিডোনিয়া এবং পূর্ব মেসিডোনিয়া ও থ্রেস অঞ্চলের ফুটবল খেলার সকল কার্যক্রম নিয়ন্ত্রণ করে।[] এটি এখন পর্যন্ত ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফার সদস্যপদ লাভ করেনি, এর পাশাপাশি প্রতিষ্ঠার ২ বছর পর ১৯২৬ সালে সংস্থাটি এইচএফএফের সদস্যপদ লাভ করে। এই সংস্থার সদর দপ্তর গ্রিসের থেসালোনিকিে অবস্থিত।

এই সংস্থাটি মেসিডোনিয়া ফুটবল ক্লাব অ্যাসোসিয়েশন চ্যাম্পিয়নশিপের মতো প্রতিযোগিতার সকল কার্যক্রম পরিচালনা করে। বর্তমানে মেসিডোনিয়া ফুটবল ক্লাব অ্যাসোসিয়েশনের সভাপতির দায়িত্ব পালন করছেন সাভাস দিমিত্রিয়াদিস

তথ্যসূত্র

  1. ιστορία της Ένωσης (গ্রিক ভাষায়)। Union of Football Clubs of Macedonia official site। ২০ ফেব্রুয়ারি ২০১১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৪ ফেব্রুয়ারি ২০১১ 

বহিঃসংযোগ

Strategi Solo vs Squad di Free Fire: Cara Menang Mudah!