মেঘা মিত্তল (জন্ম ২০শে নভেম্বর ১৯৭৬, ভারতের মারওয়াড়ে) জার্মান ফ্যাশন লাক্সারি ব্র্যান্ড এস্কাদের প্রাক্তন সভাপতি এবং ব্যবস্থাপনা পরিচালক[১]। মিত্তল পরিবার ২০১৯ সালের ৪ই নভেম্বর এস্কাদা ব্র্যাণ্ডটির অংশীদারত্ব রিজেন্টের কাছে বিক্রি করেছিল।[২]
শিক্ষা ও কর্মজীবন
মিত্তল ১৯৯৭ সালে হোয়ারটন স্কুল থেকে বিএস নিয়ে স্নাতক হন। তার বিশেষ পড়াশোনার জায়গা ছিল ফিন্যান্স বা অর্থায়ন। পরবর্তীকালে তিনি গবেষণা বিভাগের বিশ্লেষক হিসাবে ইনভেস্টমেন্ট ব্যাংক গোল্ডম্যান শ্যাক্সে যোগদান করেছিলেন।২০০৩ সালে, তিনি লন্ডনের ইনচাল্ড স্কুল অফ ডিজাইনে আর্কিটেকচারাল ইন্টিরিয়র ডিজাইনে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন।[৩][৪]
২০০৯ সালের নভেম্বর মাসে তিনি এস্কাদার দায়িত্ব গ্রহণ করেন.[৫][৬]
তথ্যসূত্র