মেঘ রোদ্দুর

মেঘ রোদ্দুর
পরিচালকসুরজিৎ ধর
সুদর্শন বসু
প্রযোজকডিকে এন্টারটেইনমেন্ট
রচয়িতাসুরজিৎ ধর
শ্রেষ্ঠাংশেশুভশ্রী গঙ্গোপাধ্যায়
পলাশ গঙ্গোপাধ্যায়
বিশ্বজিৎ চক্রবর্তী
অনিন্দ্য বন্দ্যোপাধ্যায়
বিশ্বনাথ বসু
দেবলীনা দত্ত
বিপ্লব দাশগুপ্ত
পার্থসারথী চক্রবর্তী
কুমার
রূপসা
সুরকারঋষি চন্দ
চিত্রগ্রাহকনয়নমণি ঘোষ
সম্পাদকঅমিত দেবনাথ
প্রযোজনা
কোম্পানি
ডিকে এন্টারটেইনমেন্ট
পরিবেশকডিকে এন্টারটেইনমেন্ট
মুক্তি
  • ১৫ ফেব্রুয়ারি ২০১৩ (2013-02-15)
স্থিতিকাল১৮৫ মিনিট
দেশভারত
ভাষাবাংলা
নির্মাণব্যয়৯০ লক্ষ টাকা
আয়৮১ লক্ষ টাকা

মেঘ রোদ্দুর হল ২০১৩ সালের ১৫ ফেব্রুয়ারি মুক্তিপ্রাপ্ত একটি বাংলা চলচ্চিত্র। ডিকে এন্টারটেইনমেন্টের ব্যানারে প্রযোজিত এই ছবিটির পরিচালক ছিলেন সুরজিৎ ধর ও সুদর্শন বসু। ছবিটির সংগীত পরিচালনা করেন ঋষি চন্দ[] মেঘ রোদ্দুর ছবিটি নটিং হিল (১৯৯৯) নামে একটি ইংরেজি ছবির ছায়া অবলম্বনে নির্মিত।

কাহিনি-সারাংশ

অভিনেত্রী মধুজা সেন (শুভশ্রী গঙ্গোপাধ্যায়) একটি ছবির শ্যুটিং করতে আসেন শিলং-এ। সেখানে অর্পণ নামে (পলাশ গঙ্গোপাধ্যায়) নামে এক যুবকের সঙ্গে তার আলাপ হয়। অর্পণ একটি বইয়ের দোকানের মালিক। ঘটনাচক্রে মধুজা অর্পণের প্রেমে পড়েন। এদিকে শহরে একটি জঙ্গি হামলার ঘটনা করে এবং সেই ঘটনার প্রভাব পড়ে তাদের দু’জনের জীবনেও।

কলাকুশলী

তথ্যসূত্র

Strategi Solo vs Squad di Free Fire: Cara Menang Mudah!