ম্যারি জিনেট রবিসন (১৯ এপ্রিল ১৮৫৮ – ২০ অক্টোবর ১৯৪২) ছিলেন একজন অস্ট্রেলিয়ায় জন্মগ্রহণকারী মার্কিন অভিনেত্রী। অভিনয় জগতে মে রবসন নামে অধিক পরিচিত এই অভিনেত্রী কর্মজীবনের ব্যপ্তি ছিল ৫৮ বছর। ১৮৮৩ সালে তিনি ২৫ বছর বয়সে অভিনয় জীবন শুরু করেন। ১৯শ শতাব্দীর শেষভাগ ও ২০শ শতাব্দীর প্রারম্ভের একজন প্রধানতম মঞ্চ অভিনেত্রী রবসন ১৯৩০-এর দশকের একাধিক চলচ্চিত্রে কাজ করার জন্য পরিচিত। তিনি লেডি ফর আ ডে (১৯৩৩) চলচ্চিত্রে অভিনয়ের জন্য শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে একাডেমি পুরস্কারের মনোনয়ন লাভ করেন।[১] তিনি প্রথম অস্ট্রেলীয় হিসেবে অস্কারের মনোনয়ন লাভ করেন।[২]
প্রারম্ভিক জীবন
ম্যারি জিনেট রবিসন ১৮৫৮ সালের ১৯শে এপ্রিল নিউ সাউথ ওয়েলসের উপনিবেশ[৩][ক] মোয়ামায় জন্মগ্রহণ করেন।[খ] রবসন এই স্থানটিকে "অস্ট্রেলিয়ার ঝোপঝাড়" হিসেবে আখ্যায়িত করেন।[৯] তার পিতা হেনরি রবিসন ও মাতা জুলিয়া (বিবাহপূর্ব শ্লেসিঞ্জার)।[৪][১০] চার ভাইবোনের মধ্যে তিনি চতুর্থ। তার বাকি ভাইবোনেরা হলেন উইলিয়ামস, জেমস, ও অ্যাডিলেড।[৩]
১৮৭০ সালে তারা সপরিবারে লন্ডনে পাড়ি জমান।[৩][গ] রবসন উত্তর লন্ডনের হাইগেটের স্যাক্রেড হার্ট কনভেন্ট স্কুলে পড়াশোনা করেন,[৯][১০] এবং ব্রাসেলসে ভাষা শিক্ষা নিয়ে অধ্যয়ন করেন। তিনি ফরাসি ভাষার পরীক্ষা দিতে প্যারিস যান।[৯]
↑The obituary for Robson in the Berkshire Evening Eagle and Billboard Magazine,[৪][৫] as well as the summary of her life at the Library of Congress, stated that she was born in Melbourne, Victoria,[৬] but the family was living in Moama, New South Wales at the time of her birth.[৭][৮]
↑নিসেন বলেন তারা যখন লন্ডনে পাড়ি জমান, রবসনের বয়স তখন ৭ বছর।[১০]
↑ কখ"May Robson, Stage, Screen Star, Is Dead: Character Actress Began Long Career in 1883"। বার্কশায়ার ইভনিং ইগল। Pittsfield, Berkshire, Massachusetts: ১। অক্টোবর ২০, ১৯৪২।
↑উদ্ধৃতি ত্রুটি: <ref> ট্যাগ বৈধ নয়; Inc.1942 নামের সূত্রটির জন্য কোন লেখা প্রদান করা হয়নি