মুহসিন উল মুলক

নওয়াব মুহসিন উল মুলক
জন্ম(১৮৩৭-০৯-১২)১২ সেপ্টেম্বর ১৮৩৭
মৃত্যু১৬ অক্টোবর ১৯০৭(1907-10-16) (বয়স ৬৯)
শিমলা, পাঞ্জাব, ব্রিটিশ ভারত
অন্যান্য নামসৈয়দ মেহেদি আলি, মুনির নওয়াজ জং
পরিচিতির কারণআলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়নিখিল ভারত মুসলিম লীগের প্রতিষ্ঠায় ভূমিকা

নওয়াব মুহসিন উল মুলক, মুনির নওয়াজ জং, (সৈয়দ মেহেদি আলি বলেও পরিচিত) (উর্দু: ﻧﻭﺍﺏ ﻣﺤﺴن ‌الملک, منير نواز جنگ, ﺳﻴﺩ ﻣﻫﺩﻯ ﻋﻠﻰ‎‎) (৯ ডিসেম্বর ১৮৯৭ — ১৬ অক্টোবর ১৯০৭) ছিলেন একজন ভারতীয় মুসলিম রাজনীতিবিদ। তিনি স্যার সৈয়দ আহমদ খানের ঘনিষ্ঠ বন্ধু ও আলিগড় আন্দোলনের সাথে যুক্ত ছিলেন। এছাড়াও তিনি নিখিল ভারত মুসলিম লীগের অন্যতম প্রতিষ্ঠাতা।

তথ্যসূত্র

  • Hayat-e-Mohsin, a biography of Mohsin-ul-Mulk by Mr. Amin Zuberi : 1934

Strategi Solo vs Squad di Free Fire: Cara Menang Mudah!