নওয়াব মুহসিন উল মুলক, মুনির নওয়াজ জং, (সৈয়দ মেহেদি আলি বলেও পরিচিত) (উর্দু: ﻧﻭﺍﺏ ﻣﺤﺴن الملک, منير نواز جنگ, ﺳﻴﺩ ﻣﻫﺩﻯ ﻋﻠﻰ) (৯ ডিসেম্বর ১৮৯৭ — ১৬ অক্টোবর ১৯০৭) ছিলেন একজন ভারতীয় মুসলিম রাজনীতিবিদ। তিনি স্যার সৈয়দ আহমদ খানের ঘনিষ্ঠ বন্ধু ও আলিগড় আন্দোলনের সাথে যুক্ত ছিলেন। এছাড়াও তিনি নিখিল ভারত মুসলিম লীগের অন্যতম প্রতিষ্ঠাতা।
তথ্যসূত্র
- Hayat-e-Mohsin, a biography of Mohsin-ul-Mulk by Mr. Amin Zuberi : 1934