শরফুদ্দিন মুয়াযযাম ঈসা (১১৭৬ - ১২২৭) ১২১৮ থেকে ১২২৭ সাল পর্যন্ত দামেস্কের আইয়ুবীয় আমির ছিলেন। সুলতান প্রথম আদিলের পুত্র এবং রাজবংশটির প্রতিষ্ঠাতা সালাহউদ্দিনের ভ্রাতুষ্পুত্র, মুয়াযযামকে তার পিতা ১২০০ খ্রিস্টাব্দে দামেস্কের গভর্নর হিসেবে নিযুক্ত করেছিলেন।[১] ১২১৮ সালে পিতার মৃত্যুর পর মুয়াযযাম সিরিয়ায় আইয়ুবীয় ভূমি ১২২৭ খ্রিস্টাব্দে তার মৃত্যু পর্যন্ত নিজের নামে শাসন করেন।[১] তার মৃত্যুর পর পুত্র নাসির দাউদ তার স্থলাভিষিক্ত হন।
তথ্যসূত্র