মুম্বই ইন্ডিয়ান্স (মারাঠি: मुंबई इंडियन्स) হল একটা ক্রিকেটের দল যারা ইন্ডিয়ান প্রিমিয়ার লিগেমুম্বই শহরকে তুলে ধরে। এই দলটি ৫ বার আইপিএল ট্রফি জিতেছে। ২০০৮ এর আটজন সদস্যদলের মধ্যে এই দলটিও একটি। এই শহরের তারা একটা অন্যতম প্রধান দল। এদের সাথে আছে মুম্বই ক্রিকেট দল এবং মুম্বই ফুটবল ক্লাব। এরা ভারতের অন্যতম বড় গোষ্ঠী ইন্ডিয়াউইন স্পোর্টস এর মালিকাধীনে আছে। যদিও তাদের ১০০ শতাংশ সহায়ক হল ইন্ডিয়া উইন। তাদের ঘরের মাঠ হল মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়াম।