মুমতাজ আলী

মুমতাজ আলী
জন্ম(১৯০৫-০৩-১৫)১৫ মার্চ ১৯০৫
মাদ্রাজ, মাদ্রাজ প্রেসিডেন্সি, ব্রিটিশ ভারত
মৃত্যু৬ মে ১৯৭৪(1974-05-06) (বয়স ৬৯)
পেশাঅভিনেতা
দাম্পত্য সঙ্গীলতিফুন্নেসা আলী
সন্তান৮ জন - মেহমুদ আলী, মিনু মুমতাজ এবং আনোয়ার আলী সহ

মুমতাজ আলী (১৫ মার্চ ১৯০৫ – ৬ মে ১৯৭৪) ১৯৪০ এর দশক থেকে ১৯৭০ এর দশক পর্যন্ত হিন্দি চলচ্চিত্রের একজন নৃত্যশিল্পী এবং অভিনেতা ছিলেন। তিনি ছিলেন ভারতীয় কৌতুকাভিনেতা মেহমুদের পিতা। তার নিজস্ব নাচের দল "মুমতাজ আলী নাইটস" ছিল, যেটি সমগ্র ভারত জুড়ে কাজ করেছিল।[]

প্রাথমিক জীবন

মুমতাজ আলী ১৯০৫ সালে ভারতের মাদ্রাজ শহরে জন্মগ্রহণ করেন। খুব অল্প বয়সেই পিতা মাতা হারানোর পরে তিনি তার মাত্র নয় বছর বয়সী বোন করিমন্নেছার কাছে বেড়ে ওঠেন।[][]

ব্যক্তিগত জীবন

মুমতাজ আলী ১৯২৯ সালের অক্টোবরে লতিফুন্নেসার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তাদের ৮টি সন্তান ছিল: হোসেনী, মেহমুদ, খায়রুন্নেসা, উসমান, মালিকুন্নেসা (মিনু মুমতাজ), জুবাইদা, শৌকত এবং আনোয়ার। মেহমুদ ১৯৪৩ সালের চলচ্চিত্র কিসমেতের অভিনয়ের মাধ্যমে চলচ্চিত্র অঙ্গনে প্রবেশ করেন। প্রাথমিকভাবে কর্মজীবন শুরু করেছিলেন এবং ১৯৫০ এর দশকে ভারতীয় চলচ্চিত্রে শিল্পে স্বীকৃত নৃত্যশিল্পী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন।

চিত্রমালা

তথ্যসূত্র

  1. "Meenu Mumtaz – Profile"। সংগ্রহের তারিখ ৪ ফেব্রুয়ারি ২০১৩ 
  2. "FilmIndia (1943)"। Bombay। ১ জুলাই ১৯৪৩ – Internet Archive-এর মাধ্যমে। 
  3. Zaveri, Hanif (১ জুলাই ২০০৫)। "Mehmood, a Man of Many Moods"। Popular Prakashan – Google Books-এর মাধ্যমে। 

বহিঃসংযোগ

Strategi Solo vs Squad di Free Fire: Cara Menang Mudah!