মুণ্ডকা শিল্প তালুক মেট্রো স্টেশন দিল্লি মেট্রোর গ্রিন লাইনে অবস্থিত। এটি দিল্লি জাতীয় রাজধানী অঞ্চলের মুণ্ডকা শিল্প তালুকে অবস্থিত উত্তোলিত মেট্রো স্টেশন। ২০১৮ সালের ২৪শে জুন তারিখে এটি সাধারণ মানুষের ব্যবহারের জন্য চালু করে দেওয়া হয়।[১] স্টেশনে এইচডিএফসি ব্যাংক ও ইয়েস ব্যাংকের এটিএম পরিষেবা উপলব্ধ।[২]
স্টেশন বিন্যাস
তথ্যসূত্র
বহিঃসংযোগ