মিলেনা ওয়াল্ডম্যান (ইংরেজি: Milena Waldmann; জন্ম: ১৬ জানুয়ারি ২০০৪) হলেন একজন অস্ট্রেলীয় সমলয় সাঁতারু, যিনি অস্ট্রেলিয়ার প্রতিনিধি হিসেবে বিভিন্ন আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণ করে থাকেন।[২]
ওয়াল্ডম্যান অস্ট্রেলিয়ার হয়ে ২০২৪ গ্রীষ্মকালীন অলিম্পিকে অংশগ্রহণ করেছেন।
প্রারম্ভিক জীবন
মিলেনা ওয়াল্ডম্যান ২০০৪ সালের ১৬ই জানুয়ারি তারিখে তাজিকিস্তানের তাশখন্দে জন্মগ্রহণ করেছেন এবং সেখানেই তার শৈশব অতিবাহিত করেছেন।
খেলোয়াড়ি জীবন
ওয়াল্ডম্যান অস্ট্রেলিয়ার প্রতিনিধি হিসেবে ২০২৪ গ্রীষ্মকালীন অলিম্পিকে শুধুমাত্র একটি প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন।[২]
তিনি রেইনা বাকল, জর্জিয়া কারেজ-গার্ডিনার, রাফায়েল গোতিয়ে, কিয়েরা গ্যাজার্ড, মার্গো জোসেফ-কুও, আনাস্তাসিয়া কুসমাওয়ান এবং জোই পোলিসের সাথে অস্ট্রেলিয়ার দল হিসেবে দলগত প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলেন;[১] প্রতিযোগিতাটিতে তারা সর্বমোট ৭২৮.৪৩৫৮ পয়েন্ট অর্জন করে ৯ম স্থান অধিকার করেছেন; যেখানে টেকনিকাল, ফ্রি এবং অ্যাক্রোব্যাটিক রুটিনে তারা যথাক্রমে ২৩৫.৯০৭১, ২৮০.৫৫২১ এবং ২১১.৯৭৬৬ পয়েন্ট পেয়েছিলেন।[৩]
তথ্যসূত্র
বহিঃসংযোগ