মিলন কান্তি দে একজন বাংলাদেশী যাত্রানট, পালাকার[১], নাট্যকার,[২][৩] গবেষক ও লেখক[৪]। তিনি ২০২২ সালে নাটক বিভাগে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার অর্জন করেন।[৫][৬]
প্রাথমিক জীবন
তিনি ১৯৪৮ সালের ১ সেপ্টেম্বর চট্টগ্রামের পটিয়া থানার ছনহরা গ্রামে জন্মগ্রহণ করেন। তাঁর পিতার নাম নগেন্দ্র লাল দে এবং মাতার নাম সুনীতি বালা দে। দারিদ্র্যের কারণে উচ্চশিক্ষা লাভ করতে পারেন নি তিনি, ১৯৬৬ সালে পেশাদার যাত্রাদলে যোগ দেন।[৭]
পুরস্কার
- বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০২২[৫]
- যাত্রাশিল্পী সম্মাননা ২০২৩[৮]
তথ্যসূত্র