মিলন কান্তি দে

মিলন কান্তি দে একজন বাংলাদেশী যাত্রানট, পালাকার[], নাট্যকার,[][] গবেষকলেখক[]। তিনি ২০২২ সালে নাটক বিভাগে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার অর্জন করেন।[][]

প্রাথমিক জীবন

তিনি ১৯৪৮ সালের ১ সেপ্টেম্বর চট্টগ্রামের পটিয়া থানার ছনহরা গ্রামে জন্মগ্রহণ করেন। তাঁর পিতার নাম নগেন্দ্র লাল দে এবং মাতার নাম সুনীতি বালা দে। দারিদ্র্যের কারণে উচ্চশিক্ষা লাভ করতে পারেন নি তিনি, ১৯৬৬ সালে পেশাদার যাত্রাদলে যোগ দেন।[]

পুরস্কার

  • বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০২২[]
  • যাত্রাশিল্পী সম্মাননা ২০২৩[]

তথ্যসূত্র

  1. প্রতিবেদক, নিজস্ব (২০২০-০১-০২)। "ফিরে আসছে যাত্রার সুদিন"দৈনিক প্রথম আলো। সংগ্রহের তারিখ ২০২৩-১১-২১ 
  2. "কথোপকথন - এ পুরস্কার আমাকে অনুপ্রাণিত করেছে ॥ মিলন কান্তি দে"দৈনিক জনকণ্ঠ। সংগ্রহের তারিখ ২১ নভেম্বর ২০২৩ 
  3. "মিলন কান্তি দে, শামসুল হক ও আলম খোরশেদ বাংলা সাহিত্যের তিন উজ্জ্বল ব্যক্তিত্ব"দৈনিক আজাদী। ১৬ জুলাই ২০২৩। সংগ্রহের তারিখ ২১ নভেম্বর ২০২৩ 
  4. "ক্যানসারে আক্রান্ত প্রখ্যাত যাত্রাশিল্পী মিলন কান্তি দে"Jugantor (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২৩-১১-২১ 
  5. "বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার পাচ্ছেন ১৫ জন"banglanews24.com। ২৫ জানুয়ারি ২০২৩। সংগ্রহের তারিখ ২১ নভেম্বর ২০২৩ 
  6. "বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার-২০২২ প্রাপ্তদের নাম ঘোষণা"আরটিভি। সংগ্রহের তারিখ ২০২৩-১১-১৮ 
  7. যাত্রাপালার একাল সেকালআইএসবিএন 9789849044413 
  8. "যাত্রাশিল্পী সম্মাননা পেলেন মিলন কান্তি দে"24ONBD। সংগ্রহের তারিখ ২০২৩-১১-২১ [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]

Strategi Solo vs Squad di Free Fire: Cara Menang Mudah!