মিঠাপুকুর বন রেঞ্জ বা মিঠাপুকুর ফরেস্ট রেঞ্জ বাংলাদেশের রংপুর জেলায় অবস্থিত একাধিক বনাঞ্চলের সমন্বয়ে গঠিত সংরক্ষিত বনভূমি।[২] ১৯৫৬ সালে প্রতিষ্ঠিত এই বনভূমি মোট ৬ টি বনবিটের সমন্বয়ে গঠিত। মিঠাপুকুর বন রেঞ্জ বাংলাদেশ বন ও পরিবেশ মন্ত্রণালয় এর অধীনে সামাজিক বন বিভাগ, রংপুর দ্বারা পরিচালিত একাধিক সংরক্ষিত বনাঞ্চল।
ইতিহাস
বন বিট সমূহের তালিকা ও অবস্থান
মিঠাপুকুর ফরেস্ট রেঞ্জ মোট ৬ টি বন বিট নিয়ে রংপুর জেলার তিনটি উপজেলায় বিস্তৃত। এরমধ্যে বদরগঞ্জ উপজেলায় ১টি, মিঠাপুকুর উপজেলায় ৩টি ও পীরগঞ্জ উপজেলায় ২ টি বন বিট অবস্থিত।
- লোহানীপাড়া বন বিট, লোহানীপাড়া, বদরগঞ্জ
- খোড়াগাছ বন বিট, খোড়াগাছ, মিঠাপুকুর
- হেলেঞ্চা বন বিট, বালুয়া মাসিমপুর, মিঠাপুকুর
- শাল্টি গোপালপুর বন বিট (সদর বিট, রেঞ্জ কার্যালয়), শাল্টি গোপালপুর, মিঠাপুকুর
- কাদিরাবাদ বন বিট, মদনখালী, পীরগঞ্জ
- ঝাড়বিশলা বন বিট, চৈত্রকোল, পীরগঞ্জ
উদ্ভিদবৈচিত্র্য
মিঠাপুকুর বন রেঞ্জের সদর বিটে প্রায় ১৫০ বছরের পুরানো শাল গাছ রয়েছে। মাঝে উলডট, বাঁশ ও বেত বাগান সৃজন করা হয়েছে। এখানে প্রচুর পরিমাণে দ্রুত বর্ধনশীল ইউক্যালিপটাস আকাশমনি গাছ রোপণ করা হয়েছে।[৩]
বর্তমান অবস্থা
বর্তমানে মিঠাপুকুর ফরেস্ট রেঞ্জের অধিকাংশ বনভূমি অবৈধ দখল হয়ে গেছে। দখলকৃত ভূমি উদ্ধারে বন কর্মকর্তারা সব মিলিয়ে শতাধিক মামলা করেছেন।[৪] পর্যাপ্ত নিরাপত্তার অভাবে প্রতিনিয়ত বনজ সম্পদ গাছ দুর্বৃত্তরা কেটে নিয়ে যায়। সংরক্ষিত বনের জায়গা দখল করে ভূমিহীনরা বাড়ি তৈরি করছে। স্থানীয়দের দাবি বন কর্মকর্তাদের যোগসাজশেই অবৈধ দখল ও বনজ সম্পদ চুরির ঘটনা ঘটছে।[৫]
[৬] ২০১৩ সালের ১২ আগস্ট মিঠাপুকুর রেঞ্জের শাল্টি গোপালপুর সদর বন বিটের শালবণে ২২০.১৭ একর এলাকা জুড়ে ইকোপার্কের নির্মাণ কাজের উদ্বোধন করা হয়।
তথ্যসূত্র