মিট্টি ২০০১ সালের হিন্দি অপরাধ-রোমাঞ্চকর চলচ্চিত্র। এটি রচনা ও পরিচালনা করেছেন ইকবাল দুররানি এবং প্রযোজনা করেছেন সালিম আহমেদ। প্রধান চরিত্রে অভিনয় করেছেন ফেরদৌস আহমেদ, শ্রাবণী মুখার্জি, কূলভূষণ খারবান্দ, আরিফ জাকারিয়া ও বিশাল।[১] চলচ্চিত্রটি ২৬ অক্টোবর বিশ্বব্যাপী মুক্তি পেয়েছিল।[২]