মালেকা পারভীন বানু |
---|
|
জন্ম | ১৯২৯ |
---|
মৃত্যু | ১৬ মার্চ ২০২০
|
---|
জাতীয়তা | বাংলাদেশী |
---|
পেশা | গায়িকা |
---|
পরিচিতির কারণ | রেডিও পাকিস্তানের প্রথম মুসলিম নারী শিল্পী |
---|
দাম্পত্য সঙ্গী | ড. লতিফুর রহমান |
---|
মালেকা পারভীন বানু (১৯২৯আনু. - ১৬ মার্চ ২০২০) একজন বাংলাদেশি গায়িকা ছিলেন। তিনি ঢাকায় অবস্থিত রেডিও পাকিস্তানের প্রথম মুসলিম নারী শিল্পী হিসেবে পরিচিত। ১৯২৯ সালে ঢাকা জেলায় জন্মগ্রহণ করেন। তার পিতা এস এম তাইফুর ও মাতা ছিলেন সারা তাইফুর। পরিবারের সবা ছোট মালেকা পারভীন দাম্পত্য জীবনে তিনি ড. লতিফুর রহমানের স্ত্রী ছিলেন।[১]
মৃত্যু
মালেকা পারভীন বানু ২০২০ সালের ১৬ মার্চ ঢাকা ইউনাইটেড হাসপাতালে মৃত্যুবরণ করেন। ১৭ মার্চ গুলশান আজাদ মসজিদে জানাযা শেষে তাকে পুরান ঢাকার সিদ্দিক বাজারে পারিবারিক কবরস্থানে সমাহিত করা হয়।[২]
আরো দেখুন
তথ্যসূত্র
- ↑ "সঙ্গীতজ্ঞ মালেকা পারভীন বানু আর নেই | banglatribune.com"। Bangla Tribune। ২০২০-০৩-১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২০-০৩-১৬।
- ↑ "মালেকা পারভীন বানু আর নেই | কালের কণ্ঠ"। Kalerkantho। সংগ্রহের তারিখ ২০২০-০৩-১৬।