মালদ্বীপে বিবাচন

সংবাদপত্রের স্বাধীনতার আন্তর্জাতিক সূচকে মালদ্বীপ মধ্য থেকে শীর্ষ তৃতীয় স্থানে রয়েছে যা বিশাল মাত্রার স্বাধীনতা নির্দেশ করে। ধর্ম নিয়ে মিডিয়া আলোচনা অবশ্য কঠোরভাবে সীমাবদ্ধ থাকে।

সূচক

২০১১ সালের ফ্রিডম হাউস ফ্রিডম অফ দ্য প্রেসের বার্ষিক প্রতিবেদনে মালদ্বীপ ৫০ বা "আংশিকভাবে বিনামূল্যে" স্কোর করেছে।[] ২০১০ সালে রিপোর্টার্স উইদাউট বর্ডারস মালদ্বীপকে বিশ্বের ৫২ তম স্বাধীন সংবাদপত্র (১৭৮টি র‍্যাঙ্কযুক্ত দেশের) হিসাবে স্থান দিয়েছে।[]

ইসমাইল খিলাথ রশিদ বিতর্ক

২০১১ সালের নভেম্বরে মালদ্বীপের কমিউনিকেশন অথরিটি (সিএএম) দ্বারা সাংবাদিক ইসমাইল খিলাথ রাশেদের ব্লগটি ইসলামিক বিষয়ক মন্ত্রণালয়ের আদেশে বন্ধ করে দেয় এই কারণে যে সাইটে "ইসলাম বিরোধী উপাদান" রয়েছে।[] রাশেদ একজন স্ব-স্ব-স্বীকৃত সুফি মুসলিম যিনি বৃহত্তর ধর্মীয় সহনশীলতার পক্ষে যুক্তি দিয়েছিলেন।[] রিপোর্টার্স উইদাউট বর্ডারস[] এবং জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার নাভানেথেম পিলে[] ধর্মীয় অসহিষ্ণুতার বৃদ্ধির প্রতিনিধিত্ব করে ব্লগ বন্ধের নিন্দা করেছেন।

১০ ডিসেম্বর রাশেদ বৃহত্তর ধর্মীয় স্বাধীনতার পক্ষে একটি সমাবেশের আয়োজন করলে সমাবেশে হামলা হয় এবং রাশেদের মাথার খুলি ভেঙে যায়।[] পরবর্তীকালে তাকে গোঁড়া সুন্নি আধালাথ পার্টির অনুরোধে গ্রেফতার করা হয়,[] যারা ইসলাম রক্ষার জন্য ২৩ ডিসেম্বর একটি পাল্টা বিক্ষোভের আয়োজন করে। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল (যা তাকে বিবেকের বন্দী[] বলেছিল) এবং রিপোর্টার্স উইদাউট বর্ডারস[] তার পক্ষে প্রতিবাদের পর ১০ জানুয়ারি রাশেদকে মুক্তি দেওয়া হয়।

তথ্যসূত্র

  1. "Freedom of the Press 2011" (পিডিএফ)Freedom House। ২০১১। ১৫ মে ২০১১ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ জানুয়ারি ২০১২ 
  2. "Government shuts down blog in climate of growing religious intolerance"IFEX। ২৩ নভেম্বর ২০১১। সংগ্রহের তারিখ ১২ জানুয়ারি ২০১২ 
  3. Eleanor Johnstone (২১ নভেম্বর ২০১১)। "Blog crack-down "is just the beginning", warns censored blogger"। Minivan News। ১৪ জানুয়ারি ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১২ জানুয়ারি ২০১২ 
  4. "Maldives' Police Arrests Campaigner Seeking Religious Tolerance and Allows His Attackers Impunity"Amnesty International। ২১ ডিসেম্বর ২০১১। সংগ্রহের তারিখ ১২ জানুয়ারি ২০১২ 
  5. Navanethem Pillay (২৪ নভেম্বর ২০১১)। "Opening remarks by UN High Commissioner for Human Rights Navi Pillay at a press conference during her mission to the Maldives"। United Nations Human Rights। সংগ্রহের তারিখ ১২ জানুয়ারি ২০১২ 
  6. "Journalist detained, charges unclear"। IFEX। ২১ ডিসেম্বর ২০১১। সংগ্রহের তারিখ ১২ জানুয়ারি ২০১২ 

Strategi Solo vs Squad di Free Fire: Cara Menang Mudah!