মার্স সায়েন্স ল্যাবরেটরি বা এমএসএল (ইংরেজি: Mars Science Laboratory বা MSL) মহাকাশ গবেষণা সংস্থা নাসা দ্বারা মঙ্গল গ্রহে জৈব অণু অনুসন্ধানের জন্য প্রেরিত রোভার মিশন। ২০১১ সালের ২৬ নভেম্বর এই মিশনের মঙ্গল অভিযাত্রা শুরু হয়। ২০১২ সালের ৬ আগস্ট মঙ্গলের মাটিতে অবতরন এই মিশনের রোভার কিউরিওসিটি।