মার্তা দেলগাদো পেরালতা |
---|
|
|
|
|
|
জন্ম | (1969-04-26) ২৬ এপ্রিল ১৯৬৯ (বয়স ৫৫) |
---|
জাতীয়তা | মেক্সিকান |
---|
রাজনৈতিক দল | পার্টিডো দে লা রিভলিউসিঅন ডেমোক্রাটিকা |
---|
ওয়েবসাইট | http://martha.org.mx/ |
---|
মার্তা দেলগাদো পেরালতা (জন্ম ২৬ এপ্রিল ১৯৬৯) একজন পরিবেশবাদী আন্দোলনকর্মী এবং মেক্সিকান পররাষ্ট্র মন্ত্রণালয়ের বহুপাক্ষিক বিষয় ও মানবাধিকার বিষয়ক অবর সচিব (আন্ডার সেক্রেটারি)।[১][২][৩][৪] ২০০৩ সালে মার্তা দেলগাদো পেরালতা স্থানীয় কংগ্রেসে নির্বাচিত হন। ২০০৬ সাল থেকে ২০১২ সাল পর্যন্ত তিনি মেক্সিকো সিটির পরিবেশ মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।[৫][৬] পরিবেশ মন্ত্রী থাকাকালীন তিনি মেক্সিকো সিটির সবুজায়ন পরিকল্পনাসহ পরিবেশগত নীতি তৈরিতে সহায়তা করেছিলেন। এছাড়া জলবায়ু কর্মসূচি এবং ECOBICI নামে একটি বাইক শেয়ারিং কর্মসূচিতে তার যোগদান মনে রাখার মতো।[৭][৮][৯][১০]
তথ্যসূত্র