মার্টিজিন জেরার্ড গ্যারিটসেন (ইংরেজি: Martijn Gerard Garritsen) যিনি মার্টিন গ্যারিক্স নামে অধিক পরিচিত। তিনি একজন ডাচ ডিজে, রেকর্ড প্রযোজক এবং গায়ক। তিনি বর্তমানে ডিজে ম্যাগাজিন-এর তালিকায় ১ নম্বর স্থানে রয়েছেন। স্পিনিন রেকর্ডস ছেড়ে দেয়ার পর ২০১৬ সালে তিনি "এসটিএমপিডি রেকর্ডস" নামে একটি লেবেল প্রতিষ্ঠা করেন।
পটভূমি
গ্যারিটসেন ৮ বছর বয়সে গিটার বাজানো শেখে।[১] ২০০৪ সালের ২০০৪ গ্রীষ্মকালীন অলিম্পিকেটিয়েস্টোকে গান পরিবেশন করতে দেখে তিনি ডিজে হওয়ার ইচ্ছা পোষণ করেন। টিয়েস্টোর "ট্রাফিক" নামক একটি তাকে অধিক অনুপ্রেরণা যোগায়, এরই প্রেক্ষিতে তিনি এফএল স্টুডিও নামক একটি সফটওয়্যার ডাউনলোড করেন এবং এর মাধ্যমে গান তৈরি শুরু করেন। ২০১৩ সালে[২] তিনি উটরেচ-এর হারমান ব্রাড একাডেমী[৩] হতে স্নাতক অর্জন করেন। তিনি অন্যান্য শিল্পীদের পেছনে থেকে তাদের গান তৈরি করে দেন, এর জন্য তার প্রতি ৫০টি গানের ১টি জনসম্মুখে আসে।[৪]