মার্কো আরনাউতোভিচ

মার্কো আরনাউতোভিচ
২০১৮ সালে অস্ট্রিয়ার হয়ে আরনাউতোভিচ
ব্যক্তিগত তথ্য
জন্ম (1989-04-19) ১৯ এপ্রিল ১৯৮৯ (বয়স ৩৫)
জন্ম স্থান ভিয়েনা, অস্ট্রিয়া
উচ্চতা ১.৯২ মিটার (৬ ফুট + ইঞ্চি)
মাঠে অবস্থান আক্রমণভাগের খেলোয়াড়
ক্লাবের তথ্য
বর্তমান দল
ইন্টার মিলান
জার্সি নম্বর
‡ জাতীয় দলের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা ১৪:১৩, ১৬ অক্টোবর ২০২৩ (ইউটিসি) তারিখ অনুযায়ী সঠিক।

মার্কো আরনাউতোভিচ (সার্বীয়: Марко Арнаутовић, ইংরেজি: Marko Arnautović; জন্ম: ১৯ এপ্রিল ১৯৮৯) হলেন একজন অস্ট্রীয় পেশাদার ফুটবল খেলোয়াড়। তিনি বর্তমানে ইতালির পেশাদার ফুটবল লিগের শীর্ষ স্তর সেরিয়ে আ-এর ক্লাব ইন্টার মিলান এবং অস্ট্রিয়া জাতীয় দলের হয়ে আক্রমণভাগের খেলোয়াড় হিসেবে খেলেন।[][] তিনি মূলত কেন্দ্রীয় আক্রমণভাগের খেলোয়াড় হিসেবে খেললেও মাঝেমধ্যে ডান পার্শ্বীয় আক্রমণভাগের খেলোয়াড় অথবা বাম পার্শ্বীয় আক্রমণভাগের খেলোয়াড় হিসেবে খেলেন।

২০০৭ সালে, আরনাউতোভিচ অস্ট্রিয়া অনূর্ধ্ব-১৯ দলের হয়ে অস্ট্রিয়ার বয়সভিত্তিক পর্যায়ে অভিষেক করেছিলেন। প্রায় এক বছর যাবত অস্ট্রিয়ার বয়সভিত্তিক দলের হয়ে খেলার পর, তিনি ২০০৮ সালে অস্ট্রিয়ার হয়ে আন্তর্জাতিক পর্যায়ে অভিষেক করেছেন; অস্ট্রিয়ার জার্সি গায়ে তিনি এপর্যন্ত ১১০ ম্যাচে ৩৬টি গোল করেছেন।

প্রারম্ভিক জীবন

মার্কো আরনাউতোভিচ ১৯৮৯ সালের ১৯শে এপ্রিল তারিখে অস্ট্রিয়ার ভিয়েনায় জন্মগ্রহণ করেছেন এবং সেখানেই তার শৈশব অতিবাহিত করেছেন।[]

আন্তর্জাতিক ফুটবল

আরনাউতোভিচ অস্ট্রিয়া অনূর্ধ্ব-১৯ এবং অস্ট্রিয়া অনূর্ধ্ব-২১ দলের হয়ে খেলার মাধ্যমে অস্ট্রিয়ার প্রতিনিধিত্ব করেছেন। অস্ট্রিয়ার বয়সভিত্তিক দলের হয়ে তিনি প্রায় ৩ বছরে ৯ ম্যাচে অংশগ্রহণ করে ৩টি গোল করেছেন।[]

পরিসংখ্যান

আন্তর্জাতিক

১৬ অক্টোবর ২০২৩ পর্যন্ত হালনাগাদকৃত।
দল সাল ম্যাচ গোল
অস্ট্রিয়া ২০০৮
২০০৯
২০১০
২০১১
২০১২
২০১৩
২০১৪
২০১৫
২০১৬ ১২
২০১৭
২০১৮ ১০
২০১৯
২০২০
২০২১
২০২২ ১০
২০২৩
সর্বমোট ১১০ ৩৬

তথ্যসূত্র

  1. "Prima Squadra Maschile" [পুরুষদের মূল দল]। inter.it (ইতালীয় ভাষায়)। ইন্টার মিলান। ৩০ অক্টোবর ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১০ অক্টোবর ২০২৩ 
  2. "INTER" [ইন্টার]। legaseriea.it (ইংরেজি ভাষায়)। সেরিয়ে আ। ১৪ মার্চ ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১০ অক্টোবর ২০২৩ 
  3. "Ivanschitz left off squad for Serbia clash"Austrian Times। ২৬ মে ২০০৯। ১ ডিসেম্বর ২০০৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৮ আগস্ট ২০০৯ 
  4. "M. Arnautovic"www.besoccer.com। সংগ্রহের তারিখ ৭ আগস্ট ২০২২ 

বহিঃসংযোগ

Strategi Solo vs Squad di Free Fire: Cara Menang Mudah!