মার্কনি পুরস্কার (ইংরেজি: Marconi Prize) যোগাযোগ (রেডিও, মোবাইল, বেতার, টেলিযোগাযোগ, তথ্য যোগাযোগ, নেটওয়ার্ক এবং ইন্টারনেট) মাধ্যমে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ প্রদান করা হয়। এটি প্রদান করে মার্কনি ফাউন্ডেশন। বিজয়ীকে ১০০,০০০ আমেরিকান ডলার সম্মানী ও ক্রেস্ট প্রদান করা হয়। পুরস্কারপ্রাপ্তদেরকে মার্কনি ফেলো বলা হয়।
পুরস্কারপ্রাপ্তদের তালিকা
তথ্যসূত্র