মার্ক সারমেন

মার্ক সারমেন
জন্ম২০ ফেব্রুয়ারি, ১৯৬৯
মাতৃশিক্ষায়তনইউনিভার্সিটি অব টরোন্টো
পেশানির্বাহী পরিচালক, মজিলা ফাউন্ডেশন
দাম্পত্য সঙ্গীতনয়া সারমেন
ওয়েবসাইটmarksurman.commons.ca

মার্ক সারমেন একজন ইন্টারনেট অ্যাক্টিভিস্ট, বিশেষ করে ওপেন সোর্স সফটওয়্যার প্রসারে কাজ করছেন। এছাড়া তিনি মজিলা ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক।[][] অলাভজনক সংস্থার মাধ্যমে সাধারণ মানুষদের উপকারে লাগে এমন নানা বিষয় নিয়ে কাজ করে যাচ্ছেন তিনি।

জন্ম ও শিক্ষাজীবন

মার্ক ইউনিভার্সিটি অব টরোন্টো থেকে স্নাতক সম্পন্ন করেছেন। ব্যক্তিগত জীবনে মার্ক সামাজিক উদ্যোক্তা তনয়া সারমেনকে বিয়ে করেন। এ দম্পতির দুই সন্তান। এরা হলেন ক্রিস্টান এবং ইথান।

কর্মজীবন

২০০৯ সালে সারমেন 'ফ্রি অ্যান্ড ওপেন সোর্স সফটওয়্যার ডেভলপারস ইউরোপিয়ান মিটিং' (এফওএসডিইএম) এ কীনোট স্পিকার ছিলেন। এছাড়া তিনি শাটলওর্থ ফাউন্ডেশনের ফেলো [] এবং সংবাদ এবং সিদ্ধান্ত বিষয়ক সাইট রাবল ডট সিএ চালু করার ক্ষেত্রেও সহায়তা করেন। তিনি ড্যারন ওয়ার্সলারের সঙ্গে যৌথভাবে ‌'কমনস্পেস: বিয়ন্ড ভার্চুয়াল কমিউনিটি শীর্ষক লেখা লিখেছেন।

পুরস্কার ও সম্মাননা

তথ্যসূত্র

  1. দৈনিক প্রথম আলো
  2. "মজিলা ফাউন্ডেশন"। ৬ সেপ্টেম্বর ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১০ সেপ্টেম্বর ২০১৪ 
  3. Shuttleworth Foundation – Mark Surman ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ১৭ জানুয়ারি ২০১৩ তারিখে Retrieved 2012-11-22

বহিঃসংযোগ

Strategi Solo vs Squad di Free Fire: Cara Menang Mudah!