মার্ক ডেভিড চ্যাপম্যান |
---|
Official NYPD mugshot of Chapman on December 9, 1980 |
জন্ম | (1955-05-10) মে ১০, ১৯৫৫ (বয়স ৬৯)
|
---|
জাতীয়তা | মার্কিন |
---|
পেশা | Inmate |
---|
অপরাধীর অবস্থা | Confined to Wende Correctional Facility |
---|
দাম্পত্য সঙ্গী | গ্লোরিয়া হিরোকো এবে (বি. ১৯৭৯) |
---|
পিতা-মাতা | ডেভিড কার্টিস চ্যাপমান ক্যাথরীন এলিজাবেথ পিয়াসে |
---|
|
দণ্ডাদেশের কারণ | জন লেননের মৃত্যু |
---|
ফৌজদারি দণ্ড | ২০ বছর থেকে যাবজ্জীবন |
---|
|
মার্ক ডেভিড চ্যাপম্যান (Mark David Chapman) বীট্ল্স শিল্পী জন লেননের আততায়ী। ১৯৮০ সালের ডিসেম্বর ৮ তারিখে চ্যাপম্যান নিউ ইয়র্ক শহরে লেননকে গুলি করে হত্যা করেন। লেনন ও তার স্ত্রী ইয়োকো ওনো যখন তাদের অ্যাপার্টমেন্ট ভবনের বাইরে দাঁড়িয়ে ছিলেন, তখন চ্যাপম্যান লেননের পিঠে ৪বার গুলি করেন। গুলি করার পরে পুলিশ আসা পর্যন্ত চ্যাপম্যান ঘটনাস্থলে অপেক্ষা করেন। পুলিশের হাতে গ্রেপ্তার হবার পর চ্যাপম্যান দোষ স্বীকার করেন। তাকে ২০ বছর থেকে যাবতজীবন কারাদণ্ডের সাজা দেয়া হয়। ২০১০ সাল পর্যন্ত ৫ বার তার প্যারোলে মুক্তির আবেদন খারিজ করা হয়েছে, ফলে তিনি এখনো নিউ ইয়র্কের অ্যাটিকা কারাগারে সাজাভোগ করছেন। [১] লেননের স্ত্রী ইয়োকো ওনো প্যারোলে চ্যাপম্যানের মুক্তির আবেদনের বিরোধিতা করেছেন।
তথ্যসূত্র
- ↑ "Lennon's killer denied parole again - CNN.com"। CNN। আগস্ট ১২, ২০০৮। সংগ্রহের তারিখ মে ১২, ২০১০।