মার্ক কনেলি (লেখক)

মার্ক কনেলি
স্থানীয় নাম
ইংরেজি: Marc Connelly
জন্মমার্কাস কুক কনেলি
(১৮৯০-১২-১৩)১৩ ডিসেম্বর ১৮৯০
ম্যাকিসপোর্ট, পেন্সিলভেনিয়া, মার্কিন যুক্তরাষ্ট্র
মৃত্যু২১ ডিসেম্বর ১৯৮০(1980-12-21) (বয়স ৯০)
নিউ ইয়র্ক সিটি, মার্কিন যুক্তরাষ্ট্র
পেশানাট্যকার, সাংবাদিক, পরিচালক, অভিনেতা
উল্লেখযোগ্য পুরস্কারনাটকে পুলিৎজার পুরস্কার (১৯৩০)

মার্কাস কুক কনেলি (ইংরেজি: Marcus Cook Connelly; ১৩ ডিসেম্বর ১৮৯০ – ২১ ডিসেম্বর ১৯৮০) একজন মার্কিন নাট্যকার, পরিচালক, প্রযোজক, অভিনেতা ও গীতিকার ছিলেন। তিনি অলগনকুইন রাউন্ড টেবিলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন। তিনি দ্য গ্রিন প্যাস্টিউরস নাটকের জন্য ১৯৩০ সালে পুলিৎজার পুরস্কার অর্জন করেন।[]

প্রারম্ভিক জীবন

কনেলি ১৮৯০ সালের ১৩ই ডিসেম্বর পেন্সিলভেনিয়ার ম্যাকিসপোর্টে জন্মগ্রহণ করেন। তার পিতা প্যাট্রিক জোসেফ কনেলি একজন অভিনেতা ও হোটেল ব্যবসায়ী এবং মাতা মেবল ফাউলার কুক অভিনেত্রী ছিলেন। তার পিতা ১৯০২ সালে মারা যান। কনেলি পেন্সিলভেনিয়ার ওয়াশিংটন শহরের ট্রিনিটি হল বোর্ডিং স্কুলে পড়াশোনা করেন।[]

কর্মজীবন

কনেলি অ্যাসোসিয়েটেড প্রেসের কাব প্রতিবেদক হিসেবে কাজ করার পর দ্য পিটসবার্গ গেজেট টাইমস-এর জুনিয়র প্রতিবেদক হিসেবে যোগ দেন। এই সময়ে তিনি এই সংবাদপত্রে হাস্যরসাত্মক সম্পাদকীয় লেখা শুরু করেন। ১৯১৯ সালে তিনি অলগনকুইন রাউন্ড টেবিলে যোগ দেন।

পিটসবার্গে কাজ করার সময় কনেলি মঞ্চের জন্য লেখা শুরু করেন। নিউ ইয়র্ক সিটির দ্য মর্নিং টেলিগ্রাফ-এর নাটমঞ্চের প্রতিবেদন করার মধ্য দিয়ে মঞ্চের প্রতি তার আগ্রহ আরও বৃদ্ধি পায়। এই কাজের সুবাদে তার জর্জ এস. কফম্যানের সাথে বন্ধুত্ব হয়, কফম্যান তখন দ্য নিউ ইয়র্ক টাইমস-এ নাটকের জন্য লিখতেন।[]

মৃত্যু

কনেলি ১৯৮০ সালের ২১শে ডিসেম্বর ৯০ বছর বয়সে নিউ ইয়র্কের ম্যানহাটনের সেন্ট লুকস হাসপাতালে মৃত্যুবরণ করেন।[]

তথ্যসূত্র

  1. বাকলি, টম (৮ নভেম্বর ১৯৮০)। "City Hall Celebrates Marc Connelly at 90: Doing the 'Tribute Circuit' City Hall Salutes Marc Connelly"অর্থের বিনিময়ে সদস্যতা প্রয়োজনদ্য নিউ ইয়র্ক টাইমস। পৃষ্ঠা ২৫। সংগ্রহের তারিখ ১২ অক্টোবর ২০২৪ 
  2. হুইটম্যান, অল্ডেন (২২ ডিসেম্বর ১৯৮০)। "Marc Connelly, Playwright, Dies; Won Fame With 'Green Pastures'"অর্থের বিনিময়ে সদস্যতা প্রয়োজনদ্য নিউ ইয়র্ক টাইমস। পৃষ্ঠা A 1। সংগ্রহের তারিখ ১২ অক্টোবর ২০২৪ 

বহিঃসংযোগ

Strategi Solo vs Squad di Free Fire: Cara Menang Mudah!