মার্ক আলেগ্রে

মার্ক আলেগ্রে
মার্ক আলেগ্রে এবং অঁদ্রে জিদ (১৯২০)
জন্ম(১৯০০-১২-২২)২২ ডিসেম্বর ১৯০০
মৃত্যু৩ নভেম্বর ১৯৭৩(1973-11-03) (বয়স ৭২)
পেশাচিত্রনাট্যকার, চলচ্চিত্র পরিচালক
কর্মজীবন১৯২৭-১৯৭০

মার্ক আলেগ্রে (ফরাসি: Marc Allégret) (২২ ডিসেম্বর ১৯০০- ৩ নভেম্বর ১৯৭৩) একজন ফরাসি চিত্রনাট্যকার, আলোকচিত্রশিল্পী এবং চলচ্চিত্র পরিচালক[]

জীবনী

তিনি সুইজারল্যাণ্ডের বাসেল-ষ্টাট-এর বাসেল শহরে জন্মগ্রহণ করেন। তিনি ইভ আলেগ্রের বড় ভাই ছিলেন। মার্ক আইনজীবী হওয়ার জন্য অধ্যয়ন করেছিলেন।

মার্ক আলেগ্রে মিশেল মরগান, জঁ-পল বেলমোঁদো, রেমু, জেরার ফিলিপ, দানিয়েল দোলর্ম, লুই জুরদঁ, এবং রোজে ভাদিমের সহকারী পরিচালকের সহযোগিতায় বিখ্যাত হয়ে উঠেন, তিনি ১৯৭৩ সালে মৃত্যবরণ করেন। তার মৃতদেহ ফ্রান্সের ভের্সাই শহরে সিমতিয়ের দে গনার সমাধিস্থলে শায়িত আছে।

চলচ্চিত্র পরিচিতি

তথ্যসূত্র

  1. "Marc Allégret"The New York Times। ২২ মে ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৬ ডিসেম্বর ২০১৭ 

বহিঃসংযোগ

Strategi Solo vs Squad di Free Fire: Cara Menang Mudah!