মারি বেসনিয়ার বিউভালট

মারি বেসনিয়ার বিউভালট
জন্ম (1980-07-30) ৩০ জুলাই ১৯৮০ (বয়স ৪৪)
জাতীয়তাফরাসি
পিতা-মাতামিকেল বেসনিয়ার
ক্রিস্টিয়ান বেসনিয়ার
আত্মীয়আন্দ্রে বেসনিয়ার (পৈতৃক পিতামহ)
ইমানুয়েল বেসনিয়ার (ভাই)
জঁ-মিশেল বেসনিয়ার (ভাই)

মেরি বেসনিয়ার বিউভালট (জন্ম ৩০ জুলাই, ১৯৮০) একজন ফরাসি ধনকুবের উত্তরাধিকারী। তিনি ল্যাকটালিসের একজন প্রধান শেয়ারহোল্ডার।

জীবনের প্রথমার্ধ

মেরি বেসনিয়ার বিউভালট ১৯৮০ সালে জন্মগ্রহণ করেন [] তার বাবা, মিশেল বেসনিয়ার, ১৯৫৫ থেকে ২০০০ সাল পর্যন্ত ল্যাকটালিসের সিইও ছিলেন। তার পিতামহ, আন্দ্রে বেসনিয়ার, ১৯৩৩ সালে বেসনিয়ার গ্রুপ (পরে ল্যাকটালিস নামে পরিচিত) প্রতিষ্ঠা করেছিলেন। তার দুই ভাই, একজন ইমানুয়েল বেসনিয়ার, যিনি ল্যাকটালিসের সিইও এবং অপরজন জঁ-মিশেল বেসনিয়ার।

কর্মজীবন

বেসনিয়ার ২০০০ সালে তার ভাইদের সাথে ল্যাকটালিস এর ১০০% উত্তরাধিকার সূত্রে পেয়েছিলেন [] ২০১৮ সালের হিসাবে, তার মূল্য আনুমানিক US$৫.৬ বিলিয়ন। []

ব্যক্তিগত জীবন

বেসনিয়ার বিবাহিত। তিনি লাভাল, মায়েনে, ফ্রান্সে থাকেন। []

তথ্যসূত্র

Strategi Solo vs Squad di Free Fire: Cara Menang Mudah!