মারি অঁতোয়ানেত (ফরাসি : [maʁiɑ̃twanɛt]; ২ নভেম্বর ১৭৫৫ - ১৬ অক্টোবর ১৭৯৩) ফরাসি বিপ্লবে নিহত ফ্রান্সের সম্রাট ষোড়শ লুই-এর স্ত্রী। সুন্দরী ও ব্যক্তিত্বপূর্ণ মারি এন্তনে-র জন্ম হয়েছিল অস্ট্রিয়াতে। ষোড়শ লুইয়ের সঙ্গে বিয়ের পর তিনি হন ফ্রান্সের কুইন কনসর্ট। প্রথমে ফ্রেঞ্চ জনগণের প্রিয় হলেও পরে তার অমিতব্যয়িতা এবং বহুগামিতার জন্য অপ্রিয় হন। তবে অলংকার, পোশাক, জুয়া, ঘোড়দৌড় বাজি, প্রভৃতিতে তার অঢেল খরচের কাহিনী বিস্তৃত হয়। কিছু ঐতিহাসিক মনে করেন, তার জন্যই ফ্রান্স ফকির হয়ে গিয়েছিল ও তার ফলে বিপ্লব সূচিত হয়েছিল। বিপ্লবে ষোড়শ লুইয়ের শিরচ্ছেদের পর মারি অঁতোয়ানেতের বিচার ও মৃত্যুদণ্ড হয়।
প্রারম্ভিক জীবন
মারিয়া আন্টোনিয়া ১৭৫৫ সালের ২ নভেম্বর অস্ট্রিয়াভিয়েনায় হফবুর্গ প্যালেসে জন্মগ্রহণ করেন। তিনি হাবসবুর্গ সাম্রাজ্যের শাসক সম্রাজ্ঞী মারিয়া তেরেসা ও পবিত্র রোমান সম্রাট প্রথম ফ্রান্সিসের সর্বকনিষ্ঠ কন্যা।[১] তার ধর্মপিতা হলেন প্রথম জোসেফ এবং ধর্মমাতা হলেন মারিয়ানা ভিক্টোরিয়া, তারা পর্তুগালের রাজা ও রানী।.[২][৩] মারিয়া আন্টোনিয়া তার তিন বছরের বড় বোন মারিয়া কারোলিনার সাথে বেড়ে ওঠেন।[৪]
MacLeod, Margaret Anne (২০০৮)। There Were Three of Us in the Relationship: The Secret Letters of Marie Antoinette। Irvine, Scotland: Isaac MacDonald। আইএসবিএন978-0-9559991-0-9।