মাফরূহা সুলতানা একজন বাংলাদেশি সরকারি কর্মকর্তা যিনি ৭ মে ২০১৭ থেকে ৪ এপ্রিল ২০১৮ সাল পর্যন্ত গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন।[১][২][৩] এর আগে তিনি বাংলাদেশ রপ্তানি উন্নয়ন ব্যুরোর ভাইস চেয়ারম্যান হিসেবে কর্মরত ছিলেন।[৪][৫]
জন্ম ও প্রাথমিক জীবন
কর্মজীবন
মাফরূহা সুলতানা বাংলাদেশ সিভিল সার্ভিস (প্রশাসন) ক্যাডারে যোগদান করে প্রশাসনের বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন। তিনি বাংলাদেশ রপ্তানি উন্নয়ন ব্যুরোর ভাইস চেয়ারম্যান হিসেবে কর্মরত ছিলেন। ৭ মে ২০১৭ থেকে ৪ এপ্রিল ২০১৮ সাল পর্যন্ত তিনি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন।[১]
তথ্যসূত্র