মানুয়েল বিদাল এরমোসা (১৫ অক্টোবর ১৯০১ – ১৭ জুন ১৯৬৫) একজন স্পেনীয় ফুটবলার ছিলেন, যিনি গোলরক্ষক হিসেবে খেলতেন। ১৯২৭ সালের ২২শে মে তারিখে, তিনি স্তাদ ওলাঁপিক ইয়ভেস-ডু-মানোয়ারে ফ্রান্সের বিপক্ষে প্রীতি ম্যাচে তার ক্যারিয়ারের একমাত্র আন্তর্জাতিক ম্যাচ খেলেছিলেন; উক্ত ম্যাচে স্পেন ৪–১ গোলে জয়লাভ করেছিল। তিনি তার ক্যারিয়ারে অ্যাথলেটিক বিলবাও ফুটবল ক্লাব বার্সেলোনা, আতলেতিকো মাদ্রিদ এবং হিমনাস্তিকো এফসি (ভ্যালেন্সিয়া)-এর হয়ে খেলেছিলেন।।
তথ্যসূত্র