মানিকবাবুর মেঘ

মানিকবাবুর মেঘ
চলচ্চিত্রের একটি দৃশ্য
দ্য ক্লাউড অ্যান্ড দ্য ম্যান
পরিচালকঅভিনন্দন বন্দ্যোপাধ্যায়
প্রযোজকবৌদ্ধায়ন মুখোপাধ্যায় মোনালিসা মুখোপাধ্যায়
রচয়িতাঅভিনন্দন বন্দ্যোপাধ্যায়
শ্রেষ্ঠাংশে
সুরকারশুভজিৎ মুখোপাধ্যায়
চিত্রগ্রাহকঅনুপ সিং
সম্পাদকঅভ্র ব্যানার্জী
প্রযোজনা
কোম্পানি
লিটল ল্যাম্ব ফিল্মস
মুক্তি
  • ১২ জুলাই ২০২৪ (2024-07-12)
স্থিতিকাল৯৭ মিনিট
দেশভারত
ভাষাবাংলা

মানিকবাবুর মেঘ (ইংরেজি নাম দ্য ক্লাউড অ্যান্ড দ্য ম্যান) হলো বাংলা ভাষায় নির্মিত ভারতীয় নাট্য চলচ্চিত্র। যা অভিনন্দন বন্দ্যোপাধ্যায় পরিচালিত প্রথম চলচ্চিত্র।[] প্রযোজনা করেছেন বৌদ্ধায়ন মুখোপাধ‌্যায় ও মোনালিসা মুখোপাধ‌্যায়।[] এতে একজন ভিতু, কুঁকড়ে থাকা, একাকী, নিম্নমধ্যবিত্ত বাঙালির গল্প বলা হয়েছে। যা ২০২৪ সালের ১২ জুলাই পশ্চিমবঙ্গের প্রেক্ষাগৃহে মুক্তি পায়।[]

অনুপ সিংয়ের চিত্রগ্রহণে শুভজিৎ মুখোপাধ‌্যায় চলচ্চিত্রের সঙ্গীত পরিচালনা করেছেন। মোনালিসা প্রোডাকশন ও কস্টিউম ডিজাইন করেছেন।[]

অভিনয়শিল্পী

কাহিনী

চলচ্চিত্রটিতে প্রধান চরিত্র মানিকবাবু (চন্দন সেন) তার অসুস্থ বাবার সাথে থাকেন যিনি তার কাছে একটি অ্যালার্ম ঘড়ি ছাড়া আর কিছুই নয়। মানিক একটি অপ্রীতিকর জীবন যাপন করে যা তার গাছপালা, তার বিপথগামী, একটি মাকড়সা, পিঁপড়া এবং ঘরের টিকটিকিকে ঘিরে। মানিকের বাবা একদিন মারা যান এবং মানিককে ভাড়া বাড়ি খালি করার জন্য এক মাসের নোটিশ দেওয়া হয়। ঠিক যখন তার চারপাশের জগত ভেঙে পড়তে শুরু করে, মানিক এমন একজনের সাথে দেখা করে যে তার জীবনকে ভালোর জন্য বদলে দেবে। সে একটি মেঘের সাথে দেখা করে। প্রাথমিকভাবে মেঘকে স্টকার বলে ভুল করে মানিক শীঘ্রই তার মূর্খতা আবিষ্কার করে। মেঘ এবং একজন মানুষের মধ্যে সবচেয়ে অনন্য প্রেমের গল্প যা প্রকাশ পায়। পরাবাস্তব রোম্যান্স তার মধ্যে একটি নতুন মানিককে বের করে আনে এবং তাকে বিশ্বাস, বিশ্বাসঘাতকতা, বিশ্বাস এবং উষ্ণতার রোলার কোস্টার যাত্রায় চালিত করে।

মুক্তি

চলচ্চিত্রটি ২০২১ সালের ১৭ নভেম্বর এস্তোনিয়ায়, ২০২২ সালের ৮ মার্চ মার্কিন যুক্তরাষ্ট্রে, ১৩ আগস্ট যুক্তরাজ্যে, ২৩ আগস্ট হংকং সহ বিভিন্ন চলচ্চিত্র উৎসবে মুক্তি পায়। ২০২৪ সালের ১২ই জুলাই ভারতের প্রেক্ষাগৃহে মুক্তি পায়।

পুরস্কার

চলচিত্রটিতে অভিনয়ের জন্য চন্দন সেন রাশিয়ায় প্যাসিফিক মেরিডিয়ান চলচ্চিত্র উৎসবে সেরা অভিনেতার পুরস্কার পান।[][][]

সমালোচনামূলক অভ্যর্থনা

আনন্দবাজার পত্রিকার সুদীপ ঘোষ ১০ এর মধ্যে ৯ রেটিং প্রদান করেছেন।[] সংবাদ প্রতিদিনের শম্পালী মৌলিক বলেন "নিঃসঙ্গ, অন্তর্মুখী মানুষের চরিত্রে চন্দন সেন অনবদ‌্য। বাড়িওলার চরিত্রে অরুণ গুহঠাকুরতা বেশ ভালো। স্বল্প পরিসরে দেবেশ রায়চৌধুরিও চমৎকার। ক‌্যামিও চরিত্রে ব্রাত‌্য বসু যথাযথ। শুধু একটাই খটকা, যে মানুষটার জীবনে এত অপ্রাপ্তি, অভাব তার চেহারা কি আরও জীর্ণ হবে না।"[]

তথ্যসূত্র

  1. সংবাদদাতা, নিজস্ব। "bengali film | মেঘের সঙ্গে প্রেম, আন্তর্জাতিক মঞ্চে চমক নতুন বাংলা ছবি 'মানিকবাবুর মেঘ'"www.anandabazar.com। সংগ্রহের তারিখ ২০২২-০৯-১৮ 
  2. "শহুরে ভিড়ের মাঝে একটা মেঘলা প্রেমের গল্প বলে 'মানিকবাবুর মেঘ', পড়ুন রিভিউ"sangbadpratidin (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২৪-০৯-১৯ 
  3. "Manikbabur Megh gears up for a hall release with a brand new song by Anirban Bhattacharya"OTTPlay (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২৪-১০-৩১ 
  4. সংবাদদাতা, নিজস্ব। "bengali film | মেঘের সঙ্গে প্রেম, আন্তর্জাতিক মঞ্চে চমক নতুন বাংলা ছবি 'মানিকবাবুর মেঘ'"www.anandabazar.com। সংগ্রহের তারিখ ২০২২-০৯-১৮ 
  5. "বিদেশের মাটিতে বাংলার জয়জয়কার! রাশিয়ায় সেরা অভিনেতার পুরস্কার পেলেন চন্দন সেন"sangbadpratidin (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২২-০৯-১৮ 
  6. "ক‍্যানসার জয়ের পর এবার বিশ্ব জয়, রাশিয়ার মাটিতে সেরা অভিনেতার শিরোপা জিতলেন চন্দন সেন"Bangla Hunt (ইংরেজি ভাষায়)। ২০২২-০৯-১৭। সংগ্রহের তারিখ ২০২২-০৯-১৮ 
  7. "মানিকবাবুর মেঘ: আধুনিক, মানবিক, আন্তর্জাতিক ভাষ্যের এক টুকরো বাংলা ছবি"আনন্দবাজার পত্রিকা। সংগ্রহের তারিখ ১৯ সেপ্টেম্বর ২০২৪ 

বহিঃসংযোগ

Strategi Solo vs Squad di Free Fire: Cara Menang Mudah!