মাইকেল লিস্ক

মাইকেল লিস্ক
ব্যক্তিগত তথ্য
জন্ম (1990-10-29) ২৯ অক্টোবর ১৯৯০ (বয়স ৩৪)
অ্যাবরদিন, স্কটল্যান্ড
ব্যাটিংয়ের ধরনডানহাতি
ঘরোয়া দলের তথ্য
বছরদল
স্কটল্যান্ড
উৎস: Cricinfo, ২৯ জুলাই ২০১৪

মাইকেল লিস্ক (জন্ম: ২৯ অক্টোবর, ১৯৯০) অ্যাবরদিনে জন্মগ্রহণকারী স্কটিশ ক্রিকেটার[] ডানহাতে ব্যাটিংয়ের অধিকারী লিস্ক ২০১৪ সালের ক্রিকেট বিশ্বকাপের বাছাইপর্বের প্রতিযোগিতায় স্কটল্যান্ড ক্রিকেট দলের অন্যতম সদস্য ছিলেন। ৯ মে, ২০১৪ তারিখে অ্যাবেরদিনের ম্যানোফিল্ড পার্কে অনুষ্ঠিত বৃষ্টিবিঘ্নিত খেলায় সফরকারী ইংল্যান্ডের বিপক্ষে একদিনের আন্তর্জাতিকে অংশগ্রহণ করেন। ঐ খেলায় তিনি মাত্র ১৬ বলে ৪২ রান করে ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার লাভ করেন। কিন্ত স্কটল্যান্ড দল খেলায় পরাজিত হয়েছিল।[]

তথ্যসূত্র

  1. "Michael Leask"ESPN Cricinfo। সংগ্রহের তারিখ ২৩ মার্চ ২০১৪ 
  2. "Scotland v England"ESPN Cricinfo। সংগ্রহের তারিখ ১২ মে ২০১৪ 

আরও দেখুন

Strategi Solo vs Squad di Free Fire: Cara Menang Mudah!