মাইকেল চিনুয়া
|
পূর্ণ নাম | মাইকেল চিনুয়া |
---|
জন্ম | (1986-06-09) ৯ জুন ১৯৮৬ (বয়স ৩৮) কিকি, জিম্বাবুয়ে |
---|
ব্যাটিংয়ের ধরন | ডানহাতি |
---|
বোলিংয়ের ধরন | ডানহাতি ফাস্ট-মিডিয়াম |
---|
ভূমিকা | বোলার |
---|
|
জাতীয় দল | |
---|
টেস্ট অভিষেক (ক্যাপ ৯৭) | ২৮ জুলাই ২০১৬ বনাম নিউজিল্যান্ড |
---|
শেষ টেস্ট | ৬ আগস্ট ২০১৬ বনাম নিউজিল্যান্ড |
---|
ওডিআই অভিষেক (ক্যাপ ১১৭) | ২৮ জুলাই ২০১৩ বনাম ভারত |
---|
শেষ ওডিআই | ১ আগস্ট ২০১৩ বনাম ভারত |
---|
|
---|
|
প্রতিযোগিতা |
টেস্ট |
ওডিআই |
এফসি |
এলএ |
---|
ম্যাচ সংখ্যা |
২ |
২ |
৮৬ |
৮৪ |
রানের সংখ্যা |
১ |
৬ |
৩৮৯ |
১৫১ |
ব্যাটিং গড় |
০.৫০ |
৬.০০ |
৫.৪০ |
৬.২৯ |
১০০/৫০ |
-/- |
০/০ |
-/- |
-/- |
সর্বোচ্চ রান |
১ |
৬* |
৪০* |
১৯* |
বল করেছে |
৩৪২ |
৬৬ |
১১,৮৭৮ |
৩,৪৫২ |
উইকেট |
৩ |
১ |
২১২ |
৯৭ |
বোলিং গড় |
৬২.৬৬ |
৫০.০০ |
২৭.৫১ |
২৯.২৩ |
ইনিংসে ৫ উইকেট |
০ |
০ |
৭ |
১ |
ম্যাচে ১০ উইকেট |
০ |
- |
১ |
- |
সেরা বোলিং |
১/৪৫ |
১/৩৬ |
৫/২৫ |
৪/৩৫ |
ক্যাচ/স্ট্যাম্পিং |
-/– |
-/– |
৩৫/– |
২১/– | |
|
---|
|
মাইকেল চিনুয়া (ইংরেজি: Michael Chinouya; জন্ম: ৯ জুন, ১৯৬৬) কিকি এলাকায় জন্মগ্রহণকারী সাবেক জিম্বাবুয়ীয় আন্তর্জাতিক ক্রিকেটার। জিম্বাবুয়ে ক্রিকেট দলের অন্যতম সদস্য ছিলেন তিনি। ২০১০-এর দশকের মাঝামাঝি সময়কালে অত্যন্ত সংক্ষিপ্ত সময়ের জন্যে জিম্বাবুয়ের পক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অংশগ্রহণ করেছেন।
ঘরোয়া প্রথম-শ্রেণীর জিম্বাবুয়ীয় ক্রিকেটে সেন্ট্রালস, মিড ওয়েস্ট রাইনোজ, মিডল্যান্ডস, সাউদার্ন রক্স দলের প্রতিনিধিত্ব করেন। দলে তিনি মূলতঃ ডানহাতি ফাস্ট-মিডিয়াম বোলার। এছাড়াও, ডানহাতে নিচেরসারিতে ব্যাটিং করে থাকেন তিনি।
খেলোয়াড়ী জীবন
২০০৪ সাল থেকে ২০১৯ সাল পর্যন্ত মাইকেল চিনুয়া’র প্রথম-শ্রেণীর খেলোয়াড়ী জীবন চলমান রয়েছে।
সমগ্র খেলোয়াড়ী জীবনে দুইটিমাত্র টেস্ট ও দুইটিমাত্র একদিনের আন্তর্জাতিকে অংশগ্রহণ করেছেন মাইকেল চিনুয়া। সবগুলো টেস্টই নিউজিল্যান্ডের বিপক্ষে খেলেছিলেন তিনি। ২৮ জুলাই, ২০১৬ তারিখে বুলাওয়েতে সফরকারী নিউজিল্যান্ড দলের বিপক্ষে টেস্ট ক্রিকেটে অভিষেক ঘটে তার। এরপর, ৬ আগস্ট, ২০১৬ তারিখে একই মাঠে ও একই দলের বিপক্ষে সর্বশেষ টেস্টে অংশ নেন তিনি।
টেস্ট ক্রিকেটে অভিষেকের পূর্বে জুলাই, ২০১৩ সালে হারারেতে সফরকারী ভারত দলের বিপক্ষে ওডিআই সিরিজের তৃতীয়টিতে তার ওডিআই অভিষেক পর্ব সম্পন্ন হয়।[১]
জুলাই, ২০১৬ সালে সফররত নিউজিল্যান্ড দলের বিপক্ষে টেস্ট খেলার জন্যে তাকে জিম্বাবুয়ে দলের সদস্য করা হয়।[২] ২৮ জুলাই, ২০১৬ তারিখে বুলাওয়েতে অনুষ্ঠিত সিরিজের প্রথম টেস্টে নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট অভিষেক পর্ব সম্পন্ন হয় তার।[৩]
তথ্যসূত্র
আরও দেখুন
বহিঃসংযোগ