মাই নেম ইজ সুলতান (বাংলা: আমার নাম সুলতান) হচ্ছে ২০১২ সালে মুক্তিপ্রাপ্ত একটি বাংলাদেশী রাজনৈতিক-মারপিট চলচ্চিত্র। চলচ্চিত্রটি পরিচালনা করেছেন এফ আই মানিক ও প্রযোজনা করেছে বনলতা বাণীচিত্র। এতে প্রধান ভূমিকায় অভিনয় করেছেন শাকিব খান, সাহারা ও মিশা সওদাগর। এছাড়াও আহমেদ শরীফ, প্রবীর মিত্র, রেহানা জলি, শিবা শানু ও ডনসহ প্রমূখ অন্যান্য ভূমিকায় অভিনয় করেছেন।[১] মাই নেম ইজ সুলতান ২০১২ সালে ২০ আগস্ট মুক্তি পায়।[২]
কাহিনি
এই অনুচ্ছেদটি খালি। আপনি এখানে যোগ করে সাহায্য করতে পারেন।