মহিউদ্দিন ইসলামী বিশ্ববিদ্যালয়

মহিউদ্দিন ইসলামী বিশ্ববিদ্যালয়
নীতিবাক্যবুদ্ধিমত্তা যোগে চরিত্র যা শিক্ষার আসল লক্ষ্য
ধরনবেসরকারি
প্রতিষ্ঠাতামুহাম্মদ আলাউদ্দিন সিদ্দিকী
আচার্যসুলতানুল আরেফিন সিদ্দিকী আল-আজহারী
অবস্থান, ,
অধিভুক্তিপাকিস্তান উচ্চ শিক্ষা কমিশন
ওয়েবসাইটপ্রাতিষ্ঠানিক ওয়েবসাইট

মহিউদ্দিন ইসলামী বিশ্ববিদ্যালয় (এমআইইউ) পাকিস্তানের আজাদ কাশ্মীরের নিরাইন শরীফে অবস্থিত। এমআইইউ স্নাতক ও স্নাতকোত্তর শিক্ষা প্রদান করে। এমআইইউ আজাদ জম্মু ও কাশ্মীর আইনসভা পরিষদের আইন ১-এর অধীনে প্রতিষ্ঠিত হয়।

মহীউদ্দীন ইসলামিক ইউনিভার্সিটির নিরাইন শরীফে আজাদ জম্মু ও কাশ্মির আইন পরিষদের ২০০০ সালের ২১ নং আইন অনুযায়ী প্রতিষ্ঠিত হয়। এটি একটি চার্টার্ড বিশ্ববিদ্যালয় এবং উচ্চ শিক্ষা কমিশন (এইচইসি) এবং পাকিস্তান সরকার দ্বারা স্বীকৃত। বিশ্ববিদ্যালয় দ্বারা অর্জন একাডেমিক শ্রেষ্ঠত্বের ভিত্তিতে, এটি সর্বোচ্চ বিভাগে রাখা হয়েছে - 'W' (A)।

বিশ্ববিদ্যালয়ের প্রধান ক্যাম্পাসটি আজাদ জম্মু এবং কাশ্মীরের নিরাইন শরীফ একাধিক তলাবিশিষ্ট ভবন হিল স্টেশনে অবস্থিত। এটি ১৫ একর এলাকা এবং সমুদ্র পৃষ্ঠ হতে ৬০০০ হাজার ফুট উপরে, গ্রামীণ এলাকা থেকে ১২৫ কি.মি দূরে ইসলামাবাদের পশ্চিমে।

ডিগ্রি প্রোগ্রামগুলো

  • ডক্টর অব ফার্মেসী (ফার্ম ডি)
  • ব্যাচেলর অব মেডিসিন/ব্যাচেলর অব সার্জারি (এমবিবিএস)
  • ব্যাচেলর অব কম্পিউটার সায়েন্স অব অনার্স (বিসিএস(অনার্স))
  • ব্যাচেলর অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন অব অনার্স (বিবিএ(অনার্স))
  • ব্যাচেলর অব কমার্স (বি.কম)
  • মাস্টার অব কম্পিউটার সায়েন্স (এমসিএস)
  • মাস্টার্স অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (এমবিএ)
  • মাস্টার অব কমার্স (এম.কম)

তথ্যসূত্র

বহিসংযোগ

অফিসিয়াল ওয়েবসাইট

Strategi Solo vs Squad di Free Fire: Cara Menang Mudah!