মহিউদ্দিন আহমেদ (১ মার্চ ১৯৩৪ – ১৪ ফেব্রুয়ারি ২০০২) যিনি পিস্তল মহিউদ্দিন নামে পরিচিত ছিলেন। বাংলাদেশের একজন রাজনীতিবিদ ও মুক্তিযুদ্ধের সংগঠক ছিলেন। তিনি তৎকালীন বাকেরগঞ্জ-১০ ও বাকেরগঞ্জ-৪ (বর্তমান বরিশাল-৪) আসনের সংসদ সদস্য ছিলেন।[১][২]
প্রাথমিক জীবন
মহিউদ্দিন আহমেদ ১ মার্চ ১৯৩৪ সালে তৎকালীন ব্রিটিশ ভারতের বেঙ্গল প্রেসিডেন্সির বাকেরগঞ্জের মেহেন্দিগঞ্জের পাতারহাটের মুন্সী বাড়িতে জন্মগ্রহণ করেন।
তার স্ত্রী ফরিদা বেগম হেনা ৩১ মার্চ ২০১২ সালে মৃত্যুবরণ করেন। তার মেয়ে শাম্মী আহমেদ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের বরিশাল-৪ আসনের আওয়ামী লীগের মনোনীত প্রার্থী।[৩]
রাজনৈতিক জীবন
মহিউদ্দিন আহমেদ আমৃত্যু বরিশাল জেলা আওয়ামী লীগের সভাপতি ছিলেন।
তিনি ১৯৭০ সালের পাকিস্তান সাধারণ নির্বাচনে জাতীয় ও প্রাদেশিক পরিষদে তৎকালীন বাকেরগঞ্জ-১০ আসন থেকে জয় লাভ করে এমপিএ মনোনীত হন।[৪]
১৯৭৩ সালের প্রথম জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হিসেবে তৎকালীন বাকেরগঞ্জ-১০ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।[৫]
তিনি ১৯৯১ সালের পঞ্চম জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হিসেবে তৎকালীন বাকেরগঞ্জ-৪ (বর্তমান বরিশাল-৪) আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।[১][২]
১২ জুন ১৯৯৬ সালের সপ্তম জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হিসেবে তিনি বরিশাল-৪ আসন থেকে অংশগ্রহণ করে পরাজিত হন।[৬]
মৃত্যু
মহিউদ্দিন আহমেদ ১৪ ফেব্রুয়ারি ২০০২ সালে মৃত্যুবরণ করেছেন।
তথ্যসূত্র