মহম্মদ শরিফ, যিনি শরিফ চাচা নামে পরিচিত, ভারতের উত্তরপ্রদেশের একজন বাইসাইকেল মেকানিক ও সমাজকর্মী।[১][২] সমাজসেবায় অবদানের জন্য তিনি ২০২০ সালে পদ্মশ্রী লাভ করেন।[৩]
জীবনী
মহম্মদ শরিফের বড় ছেলে মহম্মদ রইস খান ১৯৯২ সালে সুলতানপুর যাওয়ার পথে খুন হয়েছিলেন।[৪] তার বেওয়ারিশ লাশ পড়ে ছিল রাস্তায়। এটি পশুদের পেটের খোরাকে পরিণত হয়েছিল।[১] এই ঘটনার পর মহম্মদ শরিফ বেওয়ারিশ লাশের শেষকৃত্য সম্পাদনের দায়িত্ব গ্রহণ করেন। তিনি বেওয়ারিশ লাশের সন্ধানে থানা, হাসপাতাল, রেলওয়ে স্টেশন ও মর্গে যেয়ে থাকেন। ৭২ ঘণ্টার মাঝে বেওয়ারিশ লাশের দাবি নিয়ে কেউ না আসলে পুলিশ সেই লাশ তার কাছে সমর্পণ করে।[১] তিনি অনেকবার আর্থিকভাবে বাধার সম্মুখীন হলেও তিনি তার কাজ থেকে বিরত হন নি।[২]
মহম্মদ শরিফ লাশের ধর্মানুসারে প্রতিটি লাশের শেষকৃত্য সম্পাদন করে থাকেন।[২] তিনি ফৈজাবাদ ও এর আশেপাশের এলাকার ২৫,০০০ এরও বেশি লাশের শেষকৃত্য সম্পাদন করেছেন তিনি।[৫][৬] তিনি সত্যমেভ জয়তে অনুষ্ঠানেও উপস্থিত হয়েছিলেন।[৭]
মহম্মদ শরিফ সমাজসেবায় অবদানের জন্য তিনি ২০২০ সালে পদ্মশ্রী লাভ করেন।[৮][৯]
তথ্যসূত্র