মরিস জেএম লারকিন (১৯৩২ - ২০০৪) একজন ইংরেজ ইতিহাসবিদ ছিলেন, যিনি আধুনিক ফ্রান্সের ইতিহাসে বিশেষজ্ঞ ছিলেন। [১] ১৯৭৬ এবং ১৯৯৯ এর মধ্যে তিনি এডিনবার্গ বিশ্ববিদ্যালয়ের ইতিহাসের রিচার্ড পেরেস চেয়ারে অধিষ্ঠিত ছিলেন। লারকিন রয়্যাল হিস্টোরিক্যাল সোসাইটির একজন সভ্যও ছিলেন। [২]
তথ্যসূত্র