মারিয়াম উম্মে ঈসা মসজিদ (আরবি: مسجد مريم أم عيسى) বা মেরি, যিশুর মা মসজিদ হচ্ছে সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবি শহরের কেন্দ্রের নিকটে আল মুশরিফে অবস্থিত একটি মসজিদ। এটি ১৯৮৯ সালে আবুধাবির রাজপুত্র মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের নামে মোহাম্মদ বিন জায়েদ মসজিদ হিসাবে নির্মিত হয়। ২০১৭ সালের ১৪ জুন শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান মসজিদটির নাম "মরিয়ম উম্মে ঈসা মসজিদ" রাখেন। সংযুক্ত আরব আমিরাতের ধর্মগুলোর মধ্যে সহাবস্থান মূল্যবোধের উদাহরণ হিসাবে এই উদ্যোগটি করা হয়।[১]
আরও দেখুন
তথ্যসূত্র