মন্ট্রিয়ল রেগে উৎসব হল একটি রেগে (সঙ্গীত) উৎসব যা প্রতি বছর মন্ট্রিয়লের ওল্ড পোর্টে জুলাই মাসের ২য় সপ্তাহান্তে অনুষ্ঠিত হয়।
২০০৪ সালে উৎসব প্রতিষ্ঠিত হয়েছিল এরিক ব্লাগ্রোভ (প্রেসিডেন্ট: ২০০৪-বর্তমান), রিকার্ডো ফোর্বস (ভাইস-প্রেসিডেন্ট: ২০০৪–২০০৮), এবং সেজার ব্রুমেনু (প্রযোজক: ২০০৪–২০০৮)-এর প্রচেষ্টায়। উৎসবটি তিন সপ্তাহান্তে-, তিন পর্যায়ে অনুষ্ঠিত হতো।
উৎসবটি ২০১৮ সালে একটি বিরতি নিয়েছিল এবং ২০১৯ সালে ফিরে আসবে বলে আশা করা হচ্ছিল। [১]
আরো দেখুন
তথ্যসূত্র
বহিঃসংযোগ