মনু লিম্বু |
---|
জন্ম | (1984-03-16) ১৬ মার্চ ১৯৮৪ (বয়স ৪০) |
---|
জাতীয়তা | নেপালি |
---|
পেশা | সঙ্গীতশিল্পী |
---|
মনু লিম্বু (জন্ম: ১৬ মার্চ ১৯৮৪) হলেন নেপালের জনপ্রিয় একজন সঙ্গীতশিল্পী।[১][২][৩][৪] তিনি ২০১০ সালে সেরা সঙ্গীতশিল্পী পুরস্কার এবং ২০১৬ সালে দ্বিতীয় জাতীয় ক্যাপিটাল পুরস্কার পেয়েছিলেন।
কর্মজীবন
মনু লিম্বু ১৯৮৪ সালের ১৬ মার্চ নেপালে জন্মগ্রহণ করেছিলেন।[৫] তিনি শৈশবকাল থেকেই শুরু করে ১৮ বছরেরও বেশি সময় ধরে ছড়িয়ে ছিটিয়ে থাকা নেপালি আধুনিক এবং লোকসঙ্গীতসহ শতাধিক সঙ্গীত অ্যালবাম রেকর্ড করেছেন। তার উল্লেখযোগ্য দুটি সঙ্গীত অ্যালবাম হলো মন্দ মন্দ[৪] ও মোহিনি।
উল্লেখযোগ্য সঙ্গীত
অ্যালবাম
|
গান
|
মন্দ মন্দ
|
মন্দ মন্দ
|
গুটু মুটু
|
আই দিয়াউ
|
গুসাঁও রহয়ো
|
ছন ছন চুরা বাজ্য
|
ছ্যাত্যাউ তিমিলে
|
তিম্রো মুসকান
|
আউ আউ
|
মোহিনি
|
লুকি লুকি
|
পরে কসো হোলা
|
সিরৈমা খুলছা
|
কহিলে হাসদৈ
|
হেরি রহঁছু ম
|
আউনা বোলা
|
এছাড়াও তার আরো কয়েকটি জনপ্রিয় গান হলো কদম কদম, এবং রেশমি রুমাল। তিনি মন্দ মন্দ, তিম্রো মুসকান এবং পরে কসো হোলাসহ বেশ কয়েকটি সঙ্গীত- ভিডিওতেও কাজ করেছেন।
তথ্যসূত্র